অনিন্দ্যবাংলা ডেস্ক : ট্রাইবাল ওয়েল ফেয়ার এসোসিয়েশন (টি ডব্লিউ এ) এর উদ্যোগে আদিবাসী সংগঠনের নির্বাচনের দাবিতে ময়মনসিংহে সংবাদ সম্মেলন হয়েছে। সোমবার দুপুরে ময়মনসিংহ প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পড়ে শোনান সংগঠনের নেতা নিখিল মানখিন।
এ সময় ঢাকা, ময়মনসিংহ ও সিলেট অঞ্চলের ট্রাইবাল ওয়েলফেয়ার এসোসিয়েশনের রনজিত নকরেক, সামুয়েল চিরান, এপ্রিল পৌল মৃ, কমলা ম্রং, রির্চাড বিপ্লব সিমসাং, পলাশ রিচিল, স্বপন কুমার কোচ, অনয় কুমার আাশিষ, অখিল বর্মণ, হিউবাট মৃ, ছাত্র সংগঠনের জন জেত্রাসহ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
লিখিত বক্তব্যে এ বছর ঘোষিত নির্বাচনি ইস্তেহার বাস্তবায়ন, মেয়াদোর্ত্তীণ কমিটি বিলুপ্ত করে শাখা কার্যকরি কমিটি নির্বাচনি তফসিল ঘোষনা, অবৈধ উপায়ে কেন্দ্রীয কমিটির ক্ষমতা দখলের অপচেষ্ঠা ষড়যন্ত্র বন্ধে এবং শাখা কমিটি নির্বাচনের আগে কেন্দ্রীয় কমিটি নির্বাচন না দেয়ার দাবি উত্থাপন করেন।
পরিশেষে গনতান্ত্রিক উপায়ে ন্যায্য দাবি পূরন না হলে কঠোর আন্দোলনের হুশিয়ারি ও আন্দোলনের মাধ্যমে দাবি পুরনে বাধ্য করা হবে বলে জানান নেতৃবৃন্দ।
মতামত লিখুন :