Logo

গাঁজা পরিবহনকারী ট্রাকসহ ৩ মাদক ব্যবসায়ী আটক

অনিন্দ্য বাংলা
শুক্রবার, অক্টোবর ১, ২০২১
  • শেয়ার করুন

অনিন্দ্যবাংলা ডেস্ক : পুলিশ পরিদর্শক (নিঃ) মোঃ সফিকুল ইসলাম অফিসার-ইনর্চাজ জেলা গোয়েন্দা শাখা, ময়মনসিংহের নির্দেশনায় এসআই মোঃ আব্দুল জলিল ফোর্সসহ কোতোয়ালী থানা এলাকায় মাদক উদ্ধার অভিযান পরিচালনা করে ৩০ সেপ্টেম্বর । অভিযানে ময়মনসিংহ-কিশোরগঞ্জ সড়কে শম্ভুগঞ্জ গোলাম মওলা এর স”মিলের সামনে DHAKA METRO-NA-13-1931 ট্রাকটি আটক করেন। আটককৃত ট্রাক হতে ১৫ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

সে সময় মাদক ব্যবসায়ী  মোঃ বিল্লাল হোসেন (৪২) মোঃ জহুর আলম (৩২) পিতা আঞ্জব আলী, মোঃ নবী হোসেন (৪০) কে আটক করা হয়। আটককৃত মাদক ব্যবসায়ীদেরকে জিজ্ঞাসাবাদে জানা যায়, দীর্ঘদিন যাবৎ ব্রাহ্মণবাড়িয়ার ও কুমিল্লা জেলার সীমান্তবর্তী এলাকা হতে ট্রাকযোগে গাঁজা বহন করে ময়মনসিংহে এনে পাইকারী বিক্রি করে । মাদক বহনে ব্যবহৃত ট্রাক, উদ্ধারকৃত গাঁজা ও আটককৃতদের বিরুদ্ধে কোতোয়ালী মডেল থানায় মামলা দায়ের করে বিজ্ঞ আদালতে সোর্পদ করা হয়েছে।