অনিন্দ্যবাংলা ডেস্ক: ডাক্তার সেজে চুরির অভিযোগে আফসানা আক্তার এশা মিম (২২) কে গ্রেফতার করেছে গুলশান থানা পুলিশ । ৫ এপ্রিল এই চক্রকে হাতেনাতে গ্রেফতার করা হয়।
জানা যায়, আফসানা আক্তার মিম চক্র গুলশান থানা এলাকাসহ ঢাকা শহরের বিভিন্ন অভিজাত এলাকায় ফ্ল্যাট বাসায়, কখনো ডাক্তার, কখনো নার্স পরিচয় দিয়ে দীর্ঘদিন ধরে চুরি করে আসছিলো। তার স্বীকারোক্তি মোতাবেক গতকাল ঢাকা শহরের বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে চুরির সহযোগী আরো ৫ সদস্য, তন্ময় বিশ্বাস (৩০), স্বপন শেখ (৪৫), মোঃ নুরুল ইসলাম (২৭), কলিম উদ্দিন কালু কলিউল্লাহ (৪০) ও মোঃ মোখলেছুর রহমান (৫১) কে গ্রেফতার করা হয়। গ্রেফতারের সময় আসামীদের হেফাজত থেকে ৬টি ল্যাপটপ, ১০টি মোবাইল ফোন ও ২টি ব্যাগ উদ্ধার করা হয়।
ধৃত আসামীদের বিরুদ্ধে গুলশান থানা সহ বিভিন্ন থানায় মোট ১৪টি নিয়মিত মামলা ও ২টি সাজা গ্রেফতারী পরোয়ানা রয়েছে।
#চুরি #ডাক্তার #আফসানা #মিম #গুলশান #পুলিশ #Bangladesh
মতামত লিখুন :