Logo

দেড় বছর পূর্বে চুরি হওয়া গ্যাস সিলিন্ডার মামলার রহস্য উদঘাটন

অনিন্দ্যবাংলা
রবিবার, মে ৩০, ২০২১
  • শেয়ার করুন

অনিন্দ্যবাংলা ডেস্ক: গত ২০/০১/২০২০ তারিখ দিবাগত রাতে ময়মনসিংহ জেলার ত্রিশাল থানাধীন উকিলবাড়ী মোড়ে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পশ্চিম পার্শ্বে ভাই ভাই টেডার্স নামে বাদীর পেট্রোম্যাক্স এল,পি,জি সিল্ডিার গ্যাসের গোডাউন শার্টার ও কেচি গেইটের তালা কাটিয়া ২২১ টি গ্যাস সিলিন্ডার চুরি সংঘটিত হয়। যার অনুমান মূল্য ০৫ লক্ষ  টাকা। মামলাটি ডিবিতে হস্তান্তরের পর পুলিশ সুপারের দিক নির্দেশনায় ওসি ডিবি’র তত্বাবধানে এসআই(নিঃ)/ মোঃ সোহরাব আলী দীর্ঘ তদন্ত করে ০১ বছর ০৫ মাস পর মামলার রহস্য উদঘাটন করতে সক্ষম হন। ঘটনায় জড়িত সন্দেহে ০৩ জন আসামীকে গ্রেফতার করে ব্যাপক জিজ্ঞাসাবাদে উক্ত আসামীরা চুরির ঘটনা স্বীকার করে। ধৃত আসামীরা দীর্ঘদিন যাবৎ দেশের বিভিন্ন এলাকা হতে এই ধরনের গ্যাস সিলিন্ডার চুরি করে আসিতেছে বলে চাঞ্চল্যকর তথ্য প্রদান করে ইং ২৮/০৫/২০২১ তারিখ বিজ্ঞ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট জনাব মোঃ মাসুম মিয়া, ০৩ নং আমলী বিচারীক আদালতে স্বীকারোক্তি মূলক জবানবন্দি প্রদান করেছে। চোরাই মালামাল উদ্ধারের চেষ্টা চলছে। তাদের প্রত্যেকের বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় ০৫ এর অধিক করে মামলা রহিয়াছে। 

 

গ্রেফতারকৃত আসামীদের নাম ঠিকানাঃ-

১। মোঃ হাসান হৃদয় (২৭), 

পিতা-মোঃ এনায়েত মোল্লা, 

সাং-পশ্চিম কাকল, 

থানা-শিবচর, 

জেলা-মাদারীপুর, 

বর্তমান ১৬/১ গুরুদাস সরকার লেন নারিন্দা, 

থানা-গেন্ডারিয়া, ঢাকা মহানগর ঢাকা, 

 

২। মোঃ বিজয় (২২),

 পিতা-মোঃ আমজাদ, 

মাতা-রোকসানা, 

সাং-কোদালধোয়া,

 থানা ও জেলা-মুন্সিগঞ্জ, 

বর্তমান শহিদ নগর ৩নং গলি,

থানা-সদর, জেলা-নারায়নগঞ্জ,

 

৩। মোঃ তরিকুল ইসলাম (৩০),

পিতা-মৃত আনছার উদ্দিন সরকার, 

মাতা-মোসাঃ হাসিনা বেগম, 

সাং-পাটুককান্দি, 

থানা ও জেলা-মাদারীপুর, 

বর্তমান বাসা নং-৩০৩/৭ মানিকনগর নতুন রাস্তা, 

ইটালী বিল্ডিং এর পাশে (মতিউর রহমান এর বাসার ভাড়াটিয়া) ঢাকা মহানগর, ঢাকা।