Logo

ময়মনসিংহে মাস্ক পরা নিয়ে সচেতনতা ক্যাম্পেইন

অনিন্দ্যবাংলা
রবিবার, নভেম্বর ২৯, ২০২০
  • শেয়ার করুন

অনিন্দ্যবাংলা ডেস্ক : করোনা সংক্রমণ মোকাবিলায় মাস্ক পরা নিয়ে সচেতনতা সৃষ্টির লক্ষে ২৯ নভেম্বর, রবিবার সকাল ১১টা থেকে মাস্ক পরিধান ক্যাম্পেইন পরিচালনা করা হয়।  ক্যাম্পেইনে অংশ নেন বিভিন্ন সরকারি কর্মকর্তা, সিটি কর্পোরেশন, বিভাগীয় অফিস, উপজেলা প্রশাসন, ইউনিয়ন পরিষদ, ইমাম, পুরোহিত, শিক্ষক-শিক্ষার্থী, এনজিও কর্মী, স্বেচ্ছাসেবকদের অংশগ্রহণে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে জেলার বিভিন্ন স্থানে একযোগে প্রচারণা চালানো হয়।

প্রচারণা অনুষ্ঠানে মাস্ক পরার প্রয়োজনীয়তা সম্পর্কে জনসাধারণকে উদ্বুদ্ধ ও উৎসাহিত করতে ব্যানার, স্টিকার, ফেস্টুন, তথ্য সম্বলিত লিফলেট বিলি করা হয়। ময়মনসিংহে এই ক্যাম্পেইনের আয়োজন করে জেলা প্রশাসন।

ছবিতে : মাস্কবিহীন মানুষের মাঝে মাস্ক বিতরণ করে উৎসাহিত করছেন, সহকারী কমিশনার (ভূমি)  সুরাইয়া আক্তার লাকী।