অনিন্দ্যবাংলা : ময়মনিসংহ জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ মোঃ শাহ কামাল আকন্দ পিপিএম-বার এর নির্দেশে এসআই অজয় কুমার চক্রবর্তী সংগীয় অফিসার ফোর্সসহ ময়মনসিংহ ফুলপুর থানা এলাকায় মাদক উদ্ধার অভিযান পরিচালনা করে ২৫ মে মঙ্গলবার।
অভিযানে ফুলপুর থানার মারুয়াকান্দি থেকে টাকার বিনিময়ে তাস দিয়া জুয়া খেলারত অবস্থায় জুয়ারি মোঃ আবুল খায়ের @ সৈইলেন (২৮), পিতা- মজিবর রহমান, মাতা-মোছাঃ মোর্শিদা বেগম, সাং-ছোট চিলাগাই, মোঃ নুরুল ইসলাম (৫০), পিতা মৃত-বাবর আলী, মাতা-নজুহা খাতুন, এছাক আলী (৪৫), পিতা মৃত-নূর মোহাম্মদ, মাতা-জেলেখা খাতুন, উভয় সাং- মারাকান্দি, কিতাব আলী (৫১), পিতা মৃত-শহর আলী, মাতা মৃত-জেলেখা খাতুন, সাং-পুরা পুটিয়া, সর্ব থানা-ফুলপুর, মোঃ নজরুল ইসলাম (৫২), পিতা মৃত-হযরত আলী, মাতা-নমিনা খাতুন, সাং-কুতিকুড়া (উলাকান্দা), থানা- হালুয়াঘাট, সর্ব জেলা-ময়মনসিংহদেরকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আসামীদেরকে বিজ্ঞ আদালতে সোর্পদ করা হয়েছে।
মতামত লিখুন :