অনিন্দ্যবাংলা ডেস্ক: মোঃ শাহ কামাল আকন্দ পিপিএম-বার অফিসার-ইনর্চাজ জেলা গোয়ন্দো শাখা, ময়মনসিংহ সাহেবের নির্দেশে এসআই মোঃ আব্দুল জলিল সংগীয় অফিসার ফোর্সসহ ময়মনসিংহ ত্রিশাল থানা এলাকায় মাদক উদ্ধার অভিযান পরিচালনা করে ০১ জুন। ত্রিশাল থানাধীন কাজির শিমলা থেকে উক্ত তারিখ ৯ গ্রাম হেরোইনসহ মদাক ব্যবসায়ী শফিকুল ইসলাম (৩৫) পিতা মৃত ফজলুল হক, মাতা-মৃত হাসিনা বানু, সাং দরিরামপুর ৭ নং ওয়ার্ড, থানা ত্রিশাল, জেলা ময়মনসিংহ।
এবং এসআই আমিনুল ইসলাম সংগীয় অফিসার ফোর্সসহ নরসিংদী জেলার মাদবী থানাধীন বিলপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে আসামী মোঃ নয়ন মিয়া রঙ্গু (৩২), পিতা-মোঃ হোসেন আলী, মাতা-হাবিয়া খাতুন, সাং-তেলোয়ারী, থানা-ঈশ্বরগঞ্জ, জেলা-ময়মনসিংহকে গ্রেফতার করেন এবং উক্ত আসামীর দেওয়া তথ্যের ভিত্তিতে ঈশ্বরগঞ্জ থানা এলাকায় অভিযান পরিচালনা করে আসামী মোঃ দুলাল মিয়া (৩৮), পিতা মৃত-সুরুজ আলী, মাতা-খোদেজা খাতুন, উভয় সাং-তেলোয়ারী, মোঃ লিপসন মিয়া (১৯), পিতা-মোঃ হারেছ মিয়া, মাতা-সেলিনা আক্তার, সাং-উত্তর বনগাঁও, সর্ব থানা-ঈশ্বরগঞ্জ, জেলা-ময়মনসিংহদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আসামীদেরকে বিজ্ঞ আদালতে সোর্পদ করা হয়েছে।
মতামত লিখুন :