Logo

ময়মনসিংহ ডিবি’র অভিযানে ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার

অনিন্দ্যবাংলা
বৃহস্পতিবার, জুন ১৭, ২০২১
  • শেয়ার করুন

অনিন্দ্যবাংলা ডেস্ক: মোঃ শাহ কামাল আকন্দ পিপিএম-বার অফিসার-ইনর্চাজ জেলা গোয়ন্দো শাখা, ময়মনসিংহের নির্দেশে এসআই মোঃ আব্দুল জলিল সংগীয় অফিসার ফোর্সসহ ময়মনসিংহ কোতোয়ালী থানা এলাকায় মাদক উদ্ধার অভিযান পরিচালনা করে ১৫ জুন।

অভিযানে ময়মনসিংহ জেলার কোতোয়ালী রেলীর মোড় হতে ৫০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী এরশাদ আলী (৩৮), পিতা আব্দুল হালিম, মাতা আমেনা বেগম, সাং নিশ্চিন্তপুর থানা কসবা, জেলা ব্রাহ্মনবাড়ীয়া জসিম মীর (৩৮), পিতা মৃত ফজলুল হক, মাতা- শশীলা আক্তার, সাং-দিলালপুর, (সিংরাইল) থানা নান্দাইল জেলা ময়মনসিংহ

এবং এসআই অজয় কুমার চক্রবর্তী সংগীয় অফিসার ফোর্সসহ ত্রিশাল থানা এলাকায় মাদক উদ্ধার অভিযান পরিচালনা করে ১৬ জুন।

অভিযানে ত্রিশাল বাঘাদড়িয়া থেকে ১০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আশরাফুল আলম (৩২), পিতা-বাছির উদ্দীন বেপারী, মাতা-অজিফা খাতুন, সাং-বাঘাদাড়িয়া বেপারী বাড়ী, থানা-ত্রিশাল, জেলা-ময়মনসিংহদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত আসামীদেরকে বিজ্ঞ আদালতে সোর্পদ করা হয়েছে।