Logo

ময়মনসিংহ ডিবি’র অভিযানে ইয়াবা ও গাঁজাসহ গ্রেফতার ৩ মাদক ব্যবসায়ী

অনিন্দ্যবাংলা
বৃহস্পতিবার, জুন ১৭, ২০২১
  • শেয়ার করুন

অনিন্দ্যবাংলা ডেস্ক: মোঃ শাহ কামাল আকন্দ পিপিএম-বার অফিসার-ইনর্চাজ জেলা গোয়ন্দো শাখা, ময়মনসিংহের নির্দেশে এসআই মোঃ শামীম আল মামুন সংগীয় অফিসার ফোর্সসহ ময়মনসিংহ ভালুকা থানা এলাকায় মাদক উদ্ধার অভিযান পরিচালনা করে ১৬ জুন।

ময়মনসিংহ জেলার ভালুকা জামিরদিয়া থেকে ১০৫ পিস ইয়াবাসহ  মাদক ব্যবসায়ী মুন্না (২২) পিতা রহম আলী, মাতা মৃত রুমা বেগম, সাং বড়ছড়া, থানা তাহিরপুর, জেলা সুনামগঞ্জ জাহাঙ্গীর হোসেন (৫০), পিতা মৃত শফিজল হক হাওলাদার, মাতা ছাবেরা বেগম, সাং বালিয়া, থানা মেহেন্দীগঞ্জ জেলা বরিশাল এ/পি সাং বাসা নং ৩৩/এ আন্দারমানিক পূর্বপাড়া, থানা কালিয়াকৈর, জেলা গাজীপুর

এবং এসআই মোঃ হাবিবুর রহমান সংগীয় অফিসার ফোর্সসহ মুক্তাগাছা থানা এলাকায় মাদক উদ্ধার অভিযান পরিচালনা করে ১৭ জুন। মুক্তাগাছা বাঘাদড়িয়া থেকে ২৫০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী আঃ মালেক (৫১), পিতা মৃত-মতিয়ার রহমান, মাতা মৃত-খায়রুন নেছা, সাং-বালিয়াপাড়া, থানা-মুক্তাগাছা, জেলা-ময়মনসিংহদেরকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত আসামীদেরকে বিজ্ঞ আদালতে সোর্পদ করা হয়েছে।