Logo

ময়মনসিংহ সিটি কর্পোরেশনসহ তিন স্থানে স্থাপিত হচ্ছে জীবাণুনাশক বুথ

অনিন্দ্য বাংলা
সোমবার, এপ্রিল ২৭, ২০২০
  • শেয়ার করুন

অনিন্দ্যবাংলা ডেস্ক : করোনা মোকাবিলায় জীবাণুনাশক বুথ স্থাপন করা হচ্ছে ময়মনসিংহ সিটি কর্পোরেশন কার্যালয়ে। অটোমেটিক জীবাণুনাশক এই বুথটির প্রাথমিক ট্রায়ালের ব্যবস্থা করা হয় আজ। প্রাথমিকভাবে সিটি কর্পোরেশন, এস কে হাসপাতাল, মেডিকেল কলেজ হাসপাতালে তিনটি বুথ বসানোর সিদ্ধান্ত হয়েছে।

এসব বুথ হবে বিদ্যুৎ চালিত। একটি সেন্সরের মাধ্যমে এটি কাজ করবে। এ চেম্বারে ঢোকার ৪ সেকেন্ডের মধ্যই ক্লোরিন মিশ্রিত দ্রবণের স্প্রে কাজ সম্পন্ন হবে। স্প্রে কাজ সম্পন্ন করে পিপিই পরা ব্যক্তি জীবাণুমুক্ত হয়ে যাবেন।

মেয়র বলেন, বিশ্বের অনেক দেশেই করোনা ভাইরাস সংক্রমণ থেকে রক্ষায় এ ধরনের ব্যবস্থা চালু হয়েছে। এ মহামারী চলাকালীন করোনা ভাইরাস সংক্রমণ রোধে, বিশেষ করে সংক্রমিত রোগীদের সংস্পর্শে আসা চিকিৎসক, সেবিকা ও স্বাস্থ্যকর্মীদের সুরক্ষায় এ স্যানিটাইজিং পদ্ধতি অত্যন্ত কার্যকর।

পূর্ণাঙ্গভাবে প্রস্তুতের পর ইনশাআল্লাহ করোনা ভাইরাসের বিস্তার রোধে জীবাণুনাশক অনেকটাই কার্যকরী ভূমিকা রাখতে পারবে বলে জানিয়েছেন মেয়র ইকরামুল হক টিটু।

বিস্তারিত জানতে চোখ রাখুন www.anindabangla.com-এ