ঢাকা | বঙ্গাব্দ
আমাদের সম্পর্কে

প্রিয়জন,

অনিন্দ্যবাংলার www.anindabangla.com পক্ষ থেকে উষ্ণ শুভেচ্ছা। 

অনিন্দ্যবাংলা  ভিজিট করার জন্য আপনার প্রতি কৃতজ্ঞতা ।


আপনি জেনে খুশি হবেন যে, আপনাদের  প্রিয় অনলাইন পত্রিকা অনিন্দ্যবাংলা www.anindabangla.com সুনাম ও দক্ষতার সাথে ১৫ বছর পেরিয়েছে। এই  সাফল্যের পথে হাঁটতে সব সময়ই সঙ্গী হিসেবে পেয়েছে আপনাদের মতো সুশীল,মননশীল ও সচেতন নাগরিকদের। সুখী, সমৃদ্ধ আধুনিক ও স্মার্ট বাংলাদেশ গড়ার প্রত্যয়ে অনিন্দ্যবাংলা ময়মনসিংহে প্রথম ডিজিটাল ইনফরমেশন সেন্টার হিসেবে কাজ শুরু করে। এই কার্যক্রম বৃহত্তর পরিসরে ছড়িয়ে দিতে ২০০৮ সালে অনিন্দ্যবাংলা ডট কম নামে অনলাইন পত্রিকা হিসেবে আত্মপ্রকাশ করে। এর কাগুজে সংস্করণেরও প্রচেষ্টা চলছে। 


অনলাইন প্লাটফর্মে পত্রিকাটি বৃহত্তর ময়মনসিংহের তৃণমূল সংবাদ প্রকাশের পাশাপাশি বাংলাদেশ তথা আন্তর্জাতিক অঙ্গনে উন্নয়ন সাংবাদিকতায় ইতোমধ্যেই ব্যাপক ভূমিকা রেখেছে। অনিন্দ্যবাংলার (www. anindabangla.com) একটি বিশেষ মিশন হলো সিক্সটি মিনিট(60 Minutes) সংবাদ পরিক্রমা। যার ধারাবাহিকতায় মাত্র ৬০ মিনিটে দেশ-বিদেশের গুরুত্বপূর্ণ সংবাদগুলো পড়তে আমাদের এই প্রচেষ্টা। বস্তুনিষ্ঠ খবর, খবরের পেছনের খবর, অপ্রকাশিত ও এড়িয়ে যাওয়া খবর নিয়ে আমাদের এই  নাগরিক সংবাদ পরিক্রমায় আপনাকেও সবসময় সক্রিয়ভাবে পাশে চাই। 


সোশ্যাল মিডিয়ার ব্যাপকতায় প্রমাণিত হয়েছে যে, কর্পোরেট সাংবাদিকতার চেয়ে নাগরিক বা গণসাংবাদিকতাই দেশ উন্নয়নে সঠিক ভূমিকা রাখতে পারে। আমাদের মূল ভিশন হলো, পাঠকই সাংবাদিক, সাংবাদিকই পাঠক। এই ম্যারাথন দৌড়ে আমাদের লক্ষ্য ৬৮০০০ গ্রামে ৬৮০০০ সাংবাদিক!  আমরা খুঁজছি সেই সাহসী মানুষ, যে সত্যচিত্র তুলে ধরবে সর্বক্ষণ। শুধু প্রতিনিধি নয় সরসরি আপনি যুক্ত হতে পারেন আমাদের পেটাবাইট ইনফরমেশন ডাটা সার্ভারে।  আপনিও লিখতে পারেন গুরুত্বপূর্ণ সময়োপযোগী মানসম্মত ফিচার, উপসম্পাদকীয়, আর্টিকেলসহ যেকোন উন্নয়ন সংবাদ অথবা আপনি পাঠাতে পারেন আপনার প্রতিষ্ঠান বা পণ্যের গুরুত্বপূর্ণ সংবাদ, উন্নয়ন ফিচার, বিজ্ঞপ্তি ও বিজ্ঞাপন। আপনার গুরুত্বপূর্ণ সংবাদ বিশ্বব্যাপী প্রচার ও প্রকাশে অনিন্দ্যবাংলা একান্ত সহযোগী হিসেবে সর্বদা পাশে থাকার অঙ্গীকার করছে। শান্তি ও আনন্দে জেগে উঠুক সারা পৃথিবীবাসী।  অনিন্দ্যবাংলা হোক আপনার সুস্থ-সুন্দর জীবনের নিত্য সঙ্গী।



আমাদের ঠিকানা-

সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় :

অনিন্দ্যবাংলা ডটকম

জি.এম প্লাজা, মুক্তিযোদ্ধা স্বরনী রোড

৩৮ ছোটবাজার, ময়মনসিংহ।

মুঠো ফোন : +৮৮০ ১৭১১১৬১৫৬৭

ল্যান্ডফোন: +৮৮০০২৯৯৭৭১০০১৯

ই-মেইল-  anindamintu@gmail.com


ঘুরে আসুন, আমাদের ফেসবুক পেইজ 

https://www.facebook.com/anindabanglanews