ভারত উপ-মহাদেশের বিখ্যাত নদ একসময় যার প্রস্থ ছিলো আঠারো কিলোমিটার। পরিবেশ বিপর্যয়, নাব্যতা সংকট, দখল দারিত্বের কারণে ব্রহ্মপুত্র এখন মৃতপ্রায়। খরস্রোতা ও গভীর এই নদীটি এখন পায়ে হেঁটে পার হওয়া যায়। বিভিন্ন জায়গায় বালি জমে খন্ড খন্ড চর পরেছে। শুষ্ক মৌসুমে নদীর তলদেশ বের হয়ে আসে। সরকারিভাবে খননকাজ চলছে। কিন্তু ব্রহ্মপুত্রের সুরক্ষা হচ্ছে না। ব্রহ্মপুত্রকে বাঁচাতে সবাই এগিয়ে আসুন।