জীবনযাত্রা শিক্ষা ও ক্যারিয়ার

‘গ্রামীণ ইউনিভার্সিটি’ নামে অনুমোদন পেল নতুন বিশ্ববিদ্যালয় !

অনিন্দ্যবাংলা ডেস্ক:

প্রকাশ : ১৯-৩-২০২৫ ইং | নিউজটি দেখেছেনঃ ৫০৪৩

দেশের বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সংখ্যা আরো বাড়লো। সম্প্রতি সরকার ‘গ্রামীণ ইউনিভার্সিটি’ নামে একটি নতুন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের অনুমোদন দিয়েছে। এই বিশ্ববিদ্যালয়টি রাজধানী ঢাকায় স্থাপন হবে।

গতকাল, সোমবার, শিক্ষা মন্ত্রণালয় বিশ্ববিদ্যালয়টির বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান মো. আশরাফুল হাসানকে অনুমোদনের চিঠি পাঠিয়েছে। মোট ২২টি শর্তে ‘গ্রামীণ ইউনিভার্সিটি’ স্থাপন ও পরিচালনার জন্য সাময়িক অনুমোদন দেওয়া হয়েছে। এই অনুমোদন আগামী সাত বছর পর্যন্ত কার্যকর থাকবে।

বর্তমানে দেশে অনুমোদিত বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সংখ্যা ১১৫টি হলেও, কয়েকটি বিশ্ববিদ্যালয় এখনো কার্যক্রম শুরু করেনি। নতুন অনুমোদন পাওয়া ‘গ্রামীণ ইউনিভার্সিটি’ এর মাধ্যমে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সংখ্যা বেড়ে দাঁড়াল ১১৬টিতে।

বিশ্ববিদ্যালয়ের শর্তাবলী
‘গ্রামীণ ইউনিভার্সিটি’ প্রতিষ্ঠা ও পরিচালনার জন্য যে শর্তগুলো দেয়া হয়েছে, তার মধ্যে অন্যতম হলো, বিশ্ববিদ্যালয়টি বেসরকারি বিশ্ববিদ্যালয় আইন, ২০১০ এর সব বিধান এবং শর্ত মেনে চলবে। এছাড়া, বিশ্ববিদ্যালয়ের নিজস্ব বা ভাড়া করা ভবনের আয়তন হবে অন্তত ২৫ হাজার বর্গফুট।

বিশ্ববিদ্যালয়ের ন্যূনতম তিনটি অনুষদ এবং প্রতিটি অনুষদের অধীনে কমপক্ষে ছয়টি বিভাগ থাকতে হবে। আর বিশ্ববিদ্যালয়ের নামে সংরক্ষিত তহবিলে কমপক্ষে দেড় কোটি টাকা যে কোনো তফসিলি ব্যাংকে জমা রাখতে হবে।

এছাড়া, এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য আধুনিক সুযোগ-সুবিধা এবং গবেষণা কার্যক্রম বৃদ্ধির ওপর গুরুত্ব দেয়া হবে। শিক্ষা মন্ত্রণালয়ের আশা, ‘গ্রামীণ ইউনিভার্সিটি’ শিক্ষা ক্ষেত্রে নতুন দিগন্ত উন্মোচন করবে এবং দেশে উচ্চশিক্ষার মান উন্নয়নে সহায়ক হবে।

বিশ্ববিদ্যালয়টি প্রতিষ্ঠার মাধ্যমে দেশের শিক্ষাব্যবস্থায় আরও এক গুরুত্বপূর্ণ সংযোজন হতে যাচ্ছে, যা ভবিষ্যতে নতুন দিকনির্দেশনা ও শিক্ষার সুযোগ সৃষ্টি করবে।