দীর্ঘদিনের জটিলতা, অভিযোগ ও প্রশাসনিক স্থবিরতা কাটিয়ে ময়মনসিংহ জেলায় ভূমি অধিগ্রহণ কার্যক্রমে নতুন গতি সঞ্চার করেছেন নবাগত জেলা প্রশাসক (ডিসি) ও জেলা ম্যাজিস্ট্রেট মোঃ সাইফুর রহমান। নিয়মবদ্ধতা, স্বচ্ছতা ও দ্রুত বাস্তবায়ন নিশ্চিত করতে সরাসরি মাঠপর্যায়ে নেমে কঠোর অবস্থান নিয়েছেন তিনি। গত ২১ ডিসেম্বর বিকেলে জেলা প্রশাসক কার্যালয়ের ভূমি অধিগ্রহণ শাখায় আকস্মিক পরিদর্শনে যান ডিসি সাইফুর রহমান। এ সময় তিনি মাঠপর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে সরাসরি মতবিনিময় করেন এবং ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের সঙ্গে কথা বলে বাস্তব চিত্র সম্পর্কে অবহিত হন। পরিদর্শনকালে জেলা প্রশাসক ক্ষতিপূরণ প্রদানের অগ্রগতি, প্রশাসনিক প্রতিবন্ধকতা, বিলম্বের কারণ ও বিদ্যমান সমস্যাগুলো খতিয়ে দেখেন। তিনি ভূমি অধিগ্রহণ সংশ্লিষ্ট চলমান প্রকল্পগুলোর নির্ধারিত সময়সীমা কঠোরভাবে অনুসরণ, ঝুঁকিপূর্ণ ও জটিল খাতগুলো দ্রুত চিহ্নিতকরণ এবং তাৎক্ষণিক সমাধানের লক্ষ্যে কার্যকর কর্মপরিকল্পনা গ্রহণের নির্দেশ দেন। ডিসি সাইফুর রহমান স্পষ্টভাবে বলেন, “ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের ক্ষতিপূরণ সময়মতো, ন্যায্য ও হয়রানিমুক্তভাবে প্রদান নিশ্চিত করাই প্রশাসনের প্রধান অগ্রাধিকার।” জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, ইতোমধ্যে ময়মনসিংহ জেলায় ভূমি অধিগ্রহণ বাবদ কোটি কোটি টাকার ক্ষতিপূরণ চেক বিতরণ করা হয়েছে। জেলা প্রশাসক কার্যালয়ের সরাসরি তত্ত্বাবধানে এই কার্যক্রম পরিচালিত হওয়ায় ক্ষতিগ্রস্ত ভূমি মালিকরা তুলনামূলক দ্রুত তাদের প্রাপ্য ক্ষতিপূরণ পাচ্ছেন বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। স্থানীয় ভূমি মালিকরা জানান, সময়মতো ক্ষতিপূরণ পাওয়া গেলে তাদের জীবিকা, পুনর্বাসন ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত হয়। পাশাপাশি সরকারি উন্নয়ন প্রকল্পগুলোও বাধাহীনভাবে এগিয়ে যাওয়ার সুযোগ সৃষ্টি হয়। উল্লেখ্য, গত কয়েক মাস ধরে ময়মনসিংহের ভূমি অধিগ্রহণ শাখায় অনিয়ম, হয়রানি, কমিশন বাণিজ্য ও ক্ষতিপূরণের অর্থ জালিয়াতির অভিযোগ উঠে আসে। অভিযোগ রয়েছে; চেক পেতে অনেক ভুক্তভোগীকে বাধ্য হয়ে আর্থিক লেনদেন করতে হয়েছে। এসব অভিযোগের প্রেক্ষিতে জেলা প্রশাসনের তদারকি জোরদার এবং নাগরিক অভিযোগ গ্রহণ ও নিষ্পত্তি ব্যবস্থাপনা আরও শক্তিশালী করার আশ্বাস দেন জেলা প্রশাসক। সংশ্লিষ্ট মহল মনে করছেন, নবাগত ডিসি মোঃ সাইফুর রহমানের সরাসরি মাঠপর্যায়ের তদারকি, দ্রুত সিদ্ধান্ত গ্রহণ ও কঠোর অবস্থান প্রশাসনিক সংস্কারের একটি গুরুত্বপূর্ণ দৃষ্টান্ত স্থাপন করেছে। তার নেতৃত্বে ভূমি অধিগ্রহণ কার্যক্রমে স্বচ্ছতা ফেরার পাশাপাশি উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে দৃশ্যমান অগ্রগতি আসবে বলে আশা করছেন জনপ্রতিনিধি ও ভুক্তভোগীরা। প্রসঙ্গত, জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনের মাধ্যমে মোঃ সাইফুর রহমান ময়মনসিংহের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে নিয়োগ পান। এর আগে তিনি কৃষি মন্ত্রণালয়ে উপসচিব হিসেবে দায়িত্ব পালন করেন। দায়িত্ব গ্রহণের পর থেকেই তিনি ভূমি ব্যবস্থাপনা, অধিগ্রহণ, জনসেবা ও সুশাসন নিশ্চিত করতে প্রশাসনিক সমন্বয় জোরদার করে যাচ্ছেন। ময়মনসিংহ ভূমি অফিসার্স সমিতির পক্ষ থেকেও নবাগত জেলা প্রশাসককে শুভেচ্ছা জানানো হয়েছে। ভূমি সেবা আধুনিকায়ন, নাগরিকবান্ধব প্রশাসন এবং দ্রুত ক্ষতিপূরণ নিশ্চিতে তার নেতৃত্ব কার্যকর ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন তারা। সার্বিকভাবে, দক্ষ প্রশাসনিক নেতৃত্ব ও কঠোর তদারকির মাধ্যমে ময়মনসিংহে ভূমি অধিগ্রহণ কার্যক্রম আরও গতিশীল, স্বচ্ছ ও জনবান্ধব রূপ পাবে; এমন প্রত্যাশা ইতোমধ্যেই জেলা প্রশাসনের সর্বস্তরে।
এ লক্ষ্যে সর্বোচ্চ স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের কঠোর নির্দেশনা দেওয়া হয়।