সকল খবর দেশের খবর

১ জুলাই ব্যাংক হলিডে: লেনদেন বন্ধ, খোলা থাকবে প্রধান কার্যালয়

অনিন্দ্যবাংলা ডেস্ক:

প্রকাশ : ৩০-৬-২০২৫ ইং | নিউজটি দেখেছেনঃ ৫০০৫

আগামীকাল মঙ্গলবার, ১ জুলাই ‘ব্যাংক হলিডে’ উপলক্ষে দেশের সব তফসিলি ব্যাংকে লেনদেন বন্ধ থাকবে। একইসঙ্গে বন্ধ থাকবে ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (ডিএসই ও সিএসই) শেয়ারবাজার লেনদেনও।

বাংলাদেশ ব্যাংকের ঘোষিত ছুটির তালিকা অনুযায়ী, প্রতিবছরের ১ জুলাই ও ৩১ ডিসেম্বর ‘ব্যাংক হলিডে’ হিসেবে পালিত হয়। এই দিনগুলোতে ব্যাংকগুলো তাদের বার্ষিক হিসাব-নিকাশ ও আর্থিক প্রতিবেদন চূড়ান্ত করার কাজ সম্পন্ন করে থাকে।

ব্যাংক হলিডে উপলক্ষে এদিন ব্যাংক শাখাগুলো থেকে সাধারণ গ্রাহকরা কোনো ধরনের টাকা জমা, উত্তোলন বা চেক নিষ্পত্তির সেবা পাবেন না। একইভাবে বন্ধ থাকবে ডিমান্ড ড্রাফট, পে-অর্ডার, মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে আন্তঃব্যাংক লেনদেন, এবং বেশিরভাগ ক্ষেত্রে এটিএম থেকে নগদ উত্তোলন সুবিধাও সীমিত থাকতে পারে।

তবে, বাংলাদেশ ব্যাংকসহ সব ব্যাংকের প্রধান কার্যালয় ও গুরুত্বপূর্ণ কিছু শাখা খোলা থাকবে। এসব অফিস থেকে কেবলমাত্র অভ্যন্তরীণ হিসাবনিকাশ ও আর্থিক প্রতিবেদন সংশ্লিষ্ট কার্যক্রম পরিচালিত হবে।

ব্যাংক হলিডের এই দিনটি ব্যাংকিং খাতে বার্ষিক আর্থিক স্বচ্ছতা ও হিসাব নিশ্চিতকরণে গুরুত্বপূর্ণ একটি দিন হিসেবে বিবেচিত হয়ে থাকে।