সকল খবর দেশের খবর

২০২৬ সালের ফেব্রুয়ারির প্রথমার্ধে সংসদ নির্বাচন : সিইসি

অনিন্দ্যবাংলা ডেস্ক:

প্রকাশ : ৯-৮-২০২৫ ইং | নিউজটি দেখেছেনঃ ৫০৩৪

আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৬ সালের ফেব্রুয়ারির প্রথমার্ধে অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। শনিবার (৯ আগস্ট) রংপুর বিভাগীয় কমিশনারের কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান।

সিইসি নাসির উদ্দিন বলেন, “নির্বাচন অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক করার জন্য নির্বাচন কমিশন সর্বাত্মক প্রস্তুতি নিচ্ছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সর্বোচ্চ সতর্ক অবস্থায় রাখা হবে, যেন কোনো ধরনের বিশৃঙ্খলার সুযোগ না থাকে।”

তিনি আরও বলেন, “নির্বাচন চলাকালীন কোনো অপ্রীতিকর ঘটনা ঘটলে তদন্ত সাপেক্ষে প্রয়োজন হলে সংশ্লিষ্ট কেন্দ্রের ভোটগ্রহণ বন্ধ করা হবে।”
সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে সব ধরনের কারিগরি ও প্রশাসনিক প্রস্তুতি নেওয়া হচ্ছে বলেও জানান তিনি।

নির্বাচনে কারা কীভাবে দায়িত্ব পালন করবে— সে বিষয়ে নির্বাচন কমিশন কাজ করছে বলে জানান সিইসি। তিনি বলেন, “সময় মতো সবকিছুই স্পষ্ট হয়ে যাবে। কমিশনের লক্ষ্য হচ্ছে একটি গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করা।”

এ সময় তিনি সংশ্লিষ্ট সব পক্ষকে নির্বাচনকালীন শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার আহ্বান জানান।