সকল খবর দেশের খবর

আগামী সপ্তাহেই ঘোষণা হবে জাতীয় নির্বাচনের রোডম্যাপ: ইসি সচিব

অনিন্দ্যবাংলা ডেস্ক:

প্রকাশ : ১৪-৮-২০২৫ ইং | নিউজটি দেখেছেনঃ ৫০৪২

আগামী সপ্তাহে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করা হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের (ইসি) সিনিয়র সচিব মো. আখতার হামিদ।

বৃহস্পতিবার (১৪ আগস্ট) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সাংবাদিকদের সঙ্গে এক ব্রিফিংয়ে তিনি এ কথা জানান।

সিনিয়র সচিব বলেন, “আমরা নির্বাচনের রোডম্যাপ প্রস্তুত করেছি। আগামী সপ্তাহেই এটি আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হবে। রোডম্যাপে কী কী বিষয় অন্তর্ভুক্ত থাকবে, সেসব তথ্যও তখনই জানানো হবে।”

নির্বাচনে অংশগ্রহণ ও পর্যবেক্ষণের বিষয়ে তিনি জানান, “এখন পর্যন্ত ৩১৮টি সংস্থা পর্যবেক্ষকের জন্য আবেদন করেছে। এসব আবেদন যাচাই-বাছাই চলছে।”

এছাড়া নতুন রাজনৈতিক দল নিবন্ধনের বিষয়ে তিনি বলেন, “তথ্য যাচাইয়ের জন্য নতুন ২২টি রাজনৈতিক দলের প্রাথমিক ফিডব্যাক পাঠানো হবে। এরপরই পরবর্তী ধাপে সিদ্ধান্ত নেওয়া হবে।”

প্রবাসীদের ভোটাধিকার বিষয়ে এক প্রশ্নের জবাবে ইসি সচিব বলেন, “প্রবাসী ভোটারদের ভোট দেওয়ার বিষয়টি নিয়ে আলোচনা চলছে। এটি একটি নতুন প্রক্রিয়া, তাই আরও পর্যালোচনা ও পরামর্শ প্রয়োজন।”

সিনিয়র সচিব আখতার হামিদ আশাবাদ ব্যক্ত করে বলেন, “নির্বাচন কমিশন নিরপেক্ষ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচনের লক্ষ্যে সবধরনের প্রস্তুতি নিচ্ছে। সবাইকে আস্থায় নিয়ে একটি গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করাই আমাদের মূল লক্ষ্য।”