অন্যান্য খবর রাজনীতি

বাংলাদেশের বহুত্ববাদীতা অক্ষুণ্ণ থাকতে হবে: আলী রীয়াজ

নিজস্ব প্রতিবেদক, অনিন্দ্যবাংলা

প্রকাশ : ১৪-১২-২০২৪ ইং | নিউজটি দেখেছেনঃ ৫২২৫

বাংলাদেশি-আমেরিকান রাষ্ট্রবিজ্ঞানী এবং লেখক অধ্যাপক আলী রীয়াজের হাতে রয়েছে অন্যতম একটি জটিল কাজ। বাংলাদেশে মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার তাঁকে দেশের সংবিধান সংস্কার কমিশনের প্রধান হিসেবে নিয়োগ দিয়েছে। তাঁর দায়িত্ব হচ্ছে দেশের প্রতিষ্ঠাকালীন দলিলটি পর্যালোচনা করে সংবিধান সংশোধন অথবা পরিবর্তনের জন্য প্রস্তাব দেওয়া। 

১৫৩টি অনুচ্ছেদ, ১১টি ভাগ এবং চারটি তফসিল নিয়ে বাংলাদেশের সংবিধানটি সম্ভবত উপমহাদেশের সবচেয়ে জটিল সংবিধানগুলির মধ্যে একটি। তবে রীয়াজ এবং তাঁর দল এটিকে আরও অন্তর্ভুক্তিমূলক এবং গণতান্ত্রিক করার জন্য চেষ্টার কোনো ত্রুটি করতে নারাজ (সম্ভব সবটুকু করতে চান)।