সকল খবর দেশের খবর

বিআরটিএ সদর দপ্তরের সামনে অটোরিকশা চালকদের বিক্ষোভ

অনিন্দ্যবাংলা ডেস্ক:

প্রকাশ : ১৩-৭-২০২৫ ইং | নিউজটি দেখেছেনঃ ৫১২০

রাজধানীর বনানীতে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) সদর দপ্তরের সামনে সিএনজি অটোরিকশা চালকরা রবিবার (১৩ জুলাই) দুপুরে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। দুপুর ১২টার পর থেকে চালকরা সদর দপ্তরের সামনের সড়কে অবস্থান নিয়ে বিভিন্ন দাবি-দাওয়ার পক্ষে স্লোগান দিতে থাকেন।

বিক্ষোভের ফলে বনানী থেকে মহাখালীগামী সড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়। অনেক সময় যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায়, ফলে সাধারণ যাত্রীদের ভোগান্তি চরমে পৌঁছায়। অনেক যাত্রী সময়মতো গন্তব্যে পৌঁছাতে না পেরে ক্ষোভ প্রকাশ করেন।

বিক্ষোভকারীরা জানিয়েছেন, রেজিস্ট্রেশন, রুট পারমিট ও ড্রাইভিং লাইসেন্স সংক্রান্ত নানা জটিলতা, অনিয়ম ও ভোগান্তির প্রতিবাদে তারা এই কর্মসূচি পালন করছেন। তাদের দাবি, বিআরটিএ কর্তৃপক্ষ যেন এসব সমস্যা দ্রুত সমাধান করে।

এ বিষয়ে বিআরটিএর পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো বক্তব্য পাওয়া যায়নি। তবে পরিস্থিতি স্বাভাবিক রাখতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ঘটনাস্থলে উপস্থিত ছিল।