গত জুলাই মাসের গণঅভ্যুত্থানে শহীদ ও আহতদের রাষ্ট্রীয় স্বীকৃতি, চিকিৎসা ও পুনর্বাসন নিশ্চিত করার দাবিতে চট্টগ্রামে এক গুরুত্ববহ আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। “এক নদী রক্তের বিনিময়ে” এই স্লোগানকে সামনে রেখে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের উদ্যোগে 'শহীদ ও আহত সেল' এ সভার আয়োজন করে।
সভায় সভাপতিত্ব করেন সংগঠনের চট্টগ্রাম অঞ্চলের সমন্বয়কারী আকিব আব্দুল। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সেলের সম্পাদক তামিম খান। এছাড়াও আন্দোলনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা সভায় অংশ নেন।
আলোচনায় জানানো হয়, পটিয়া মাদ্রাসার প্রায় ৫,০০০ ছাত্র জুলাইয়ের গণঅভ্যুত্থানে সক্রিয়ভাবে অংশগ্রহণ করে। আন্দোলনের সময় প্রায় ৮০ জন শিক্ষার্থী গুরুতর আহত হন। তাদের মধ্যে অনেকে দৃষ্টিশক্তি হারিয়েছেন, পঙ্গুত্ব বরণ করেছেন এবং দীর্ঘমেয়াদী শারীরিক ও মানসিক ট্রমায় ভুগছেন।
বক্তারা বলেন, অত্যন্ত দুঃখজনক হলেও সত্য- আহত ও শহীদদের এখনও সরকারি গেজেটে অন্তর্ভুক্ত করা হয়নি। ফলে তারা কোনো প্রকার রাষ্ট্রীয় সুবিধা বা সহায়তা পাচ্ছেন না।
সভায় আহতদের সঠিক যাচাই-বাছাইয়ের মাধ্যমে গেজেটভুক্তকরণ, প্রয়োজনীয় চিকিৎসা, আর্থিক সহায়তা এবং পুনর্বাসনের দাবি জোরালোভাবে তুলে ধরা হয়। পাশাপাশি শহীদদের কবর পাকা করে দেওয়ার দাবিও জানানো হয়।
আলোচনার শেষ পর্যায়ে শহীদ পরিবারের সদস্যদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও সংহতি প্রকাশ করা হয়। তাদের পাশে থাকার অঙ্গীকার করেন সংগঠনের নেতারা।
পরিশেষে আয়োজকদের পক্ষ থেকে এক প্রেস ব্রিফিংয়ে জেলা প্রশাসন ও সরকারের প্রতি আহ্বান জানানো হয়, যাতে দ্রুততম সময়ে শহীদ ও আহতদের যথাযথ স্বীকৃতি দিয়ে দাবি বাস্তবায়নে কার্যকর পদক্ষেপ নেওয়া হয়।