নাগরিকদের জমি সংক্রান্ত নানা জটিলতা ও ভোগান্তি দূর করতে ‘দেশ প্রপার্টিজ’ চালু করেছে ভূমিসেবা সহায়তা কেন্দ্র। এই কেন্দ্র থেকে এক জায়গায় মিলবে নামজারি, ভূমি উন্নয়ন কর পরিশোধ, মিসকেস আবেদন, দলিল রেজিস্ট্রি, জমি কেনা-বেচা, জমা-খারিজ, মৌজা ম্যাপ সংগ্রহ, খাস জমি আবেদন, দলিল তল্লাশি, জমি ডেভেলপমেন্ট, খতিয়ান সংগ্রহ, মর্গেজ তথ্য যাচাই, অধিগ্রহণ ক্ষতিপূরণের আবেদন, পুরোনো দলিল সংগ্রহ এবং বাড়ি ভাড়া দেওয়া-নেওয়া সহ সব ধরনের ভূমি সেবা।
প্রতিষ্ঠানটির কর্মকর্তারা জানান, ভূমি সংক্রান্ত কাজে অনেক সময় নাগরিকদের হয়রানি ও জটিলতার মুখোমুখি হতে হয়। সঠিক তথ্য ও প্রক্রিয়ার অভাবে অনেকেই ভুল সিদ্ধান্ত নেন, যার ফলে সময় ও অর্থ দুইই নষ্ট হয়। ভূমিসেবা সহায়তা কেন্দ্রের মাধ্যমে গ্রাহকরা সহজে, দ্রুত এবং সঠিকভাবে প্রয়োজনীয় কাজ সম্পন্ন করতে পারবেন।
ভূমি সংক্রান্ত যেকোনো সমস্যায় তাৎক্ষণিক সহায়তা পেতে হেল্পলাইন ১৬১২২ নম্বরে যোগাযোগ করা যাবে।
প্রধান কার্যালয়: ৩৮ ছোটবাজার, জি.এম. প্লাজা (গ্রাউন্ড ফ্লোর), সদর, ময়মনসিংহ।
ফোন: ০১৭১১-১৬১৫৬৭, ই-মেইল: anindamintu@gmail.com