সকল খবর দেশের খবর

দেশের প্রশাসনিক কাঠামো ভেঙে পড়েছে: উপদেষ্টা সাখাওয়াত হোসেন

অনিন্দ্যবাংলা ডেস্ক:

প্রকাশ : ৩-৮-২০২৫ ইং | নিউজটি দেখেছেনঃ ৫০৩৫

নাটোরে আয়োজিত এক মতবিনিময় সভায় দেশের প্রশাসনিক কাঠামো ও ব্যাংকিং খাত নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন। তিনি বলেন, "আমাদের দেশের কমপ্লিট স্ট্রাকচার ভেঙে পড়েছে। জেলা পর্যায় থেকে কেন্দ্র পর্যন্ত প্রশাসনের সব স্তরে সংকট স্পষ্ট।"

নাটোর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন চেক হস্তান্তর ও স্থানীয় ট্রেড ইউনিয়ন নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, "পুলিশ ও প্রশাসন কার্যত অকার্যকর হয়ে পড়েছে। পুলিশ কেন কাজ করছে না—কারণ গোটা স্ট্রাকচার ভেঙে পড়েছে। আইন-শৃঙ্খলা ও প্রশাসনিক কার্যক্রমের কাঠামো ধসে পড়েছে।"

ব্রিগেডিয়ার (অব.) সাখাওয়াত হোসেন দেশের ব্যাংক খাত নিয়ে উদ্বেগ প্রকাশ করে বলেন, "ব্যবসায়ীরা সুযোগ পেলেই বলে সরকার সহযোগিতা করছে না। অথচ সরকার লোন দিয়ে সহায়তা করেছে। বেক্সিমকোর মতো প্রতিষ্ঠান ব্যাংক থেকে ২৭ হাজার কোটি টাকা নিয়েছে। সেই টাকার কোনো হদিস নেই। অনেকে টাকা নিয়ে বিদেশে পালিয়ে গেছে। আমরা বিদেশে গেলে এক সপ্তাহের খরচ জোগাড় করতে হিমশিম খাই, আর তারা মাসের পর মাস বাড়ি বানিয়ে থাকছে!"

তিনি অভিযোগ করে বলেন, "যাদের ধরা হচ্ছে, তাদের কেউই ৫০০, ৭০০ বা ১০০০ কোটি টাকার নিচে লোন নেয়নি। দেশের অর্থনীতি আজ কয়েকটি হাতেই কেন্দ্রীভূত হয়ে পড়েছে।"

শ্রমিক কল্যাণের বিষয়ে তিনি বলেন, "আমরা শ্রমিকদের কল্যাণে আন্তরিকভাবে কাজ করছি। লেবার অ্যাক্ট আন্তর্জাতিক মানে উন্নীত করার চেষ্টা চলছে। নারীর কর্মক্ষেত্রে বৈষম্য রোধে আমরা আন্তর্জাতিক কনভেনশনে স্বাক্ষর করেছি। এখন মোটামুটি আইএলওর স্ট্যান্ডার্ডের ওপরে অবস্থান করছি।"

তিনি আরও বলেন, "গার্মেন্টস ও জনশক্তি আমাদের প্রধান রপ্তানি খাত হলেও একে বহুমাত্রিক করতে হবে। শিপ বিল্ডিং খাতকে সম্ভাবনাময় খাত হিসেবে সরকার বিবেচনায় নিচ্ছে।"

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নাটোরের জেলা প্রশাসক আসমা শাহীন। আরও উপস্থিত ছিলেন নাটোরের পুলিশ সুপার মো. আমজাদ হোসেন, সিভিল সার্জন ডা. মো. আরেফিন সিদ্দিক, অতিরিক্ত জেলা প্রশাসক মো. আবুল হায়াত এবং বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ।