অন্যান্য খবর আইন-আদালত

ডিবির সাবেক প্রধান হারুনসহ ১৮ পুলিশ কর্মকর্তা সাময়িক বরখাস্ত

অনিন্দ্যবাংলা ডেস্ক:

প্রকাশ : ১৮-৮-২০২৫ ইং | নিউজটি দেখেছেনঃ ৫০৪৮

ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের সাবেক প্রধান মোহাম্মদ হারুন অর রশীদসহ ১৮ জন পুলিশ কর্মকর্তাকে সাময়িকভাবে চাকরি থেকে বরখাস্ত করেছে সরকার। শৃঙ্খলাভঙ্গ এবং পলায়নের শাস্তিযোগ্য অপরাধে অভিযুক্ত হওয়ায় এ পদক্ষেপ নেওয়া হয়েছে। সোমবার (১৮ আগস্ট) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮-এর ৩(গ) ধারায় অভিযোগ প্রমাণযোগ্য হওয়ায় বিধি ১২ উপবিধি (১) অনুযায়ী ১৮ কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। জনস্বার্থে এই আদেশ কার্যকর করা হয়েছে বলেও উল্লেখ করা হয়।

বরখাস্ত হওয়া কর্মকর্তাদের মধ্যে তিনজন ডিআইজি, ছয়জন অতিরিক্ত ডিআইজি, চারজন পুলিশ সুপার, চারজন অতিরিক্ত পুলিশ সুপার এবং একজন সহকারী পুলিশ সুপার রয়েছেন। বরখাস্তের সময়কালীন তারা নিয়ম অনুযায়ী খোরপোষ ভাতা পাবেন।

সাময়িক বরখাস্ত হওয়া কর্মকর্তাদের মধ্যে মোহাম্মদ হারুন অর রশীদ অন্যতম। তিনি ডিবির প্রধান হিসেবে দায়িত্ব পালনকালে একাধিক বিতর্কিত ঘটনায় জড়িয়ে আলোচনায় আসেন। তবে, এই বরখাস্তের সিদ্ধান্ত তার বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ প্রক্রিয়ার অংশ বলেও মন্ত্রণালয় সূত্র জানিয়েছে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা জানান, তদন্ত শেষে দোষ প্রমাণিত হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে বিভাগীয় ও আইনি ব্যবস্থা নেওয়া হবে।