সকল খবর দেশের খবর

দখলকৃত টিভি দিয়ে প্রোপাগান্ডা ছড়াচ্ছেন ইশরাক: উপদেষ্টা আসিফ

অনিন্দ্যবাংলা ডেস্ক:

প্রকাশ : ২৯-৭-২০২৫ ইং | নিউজটি দেখেছেনঃ ৫০১৫

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সাবেক মেয়র পদপ্রার্থী ও বিএনপি নেতা ইশরাক হোসেন টিভি চ্যানেল ব্যবহার করে প্রোপাগান্ডা ছড়াচ্ছেন বলে অভিযোগ তুলেছেন অন্তর্বর্তী সরকারের যুব ও ক্রীড়া এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

মঙ্গলবার (২৯ জুলাই) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি বলেন, “কোর্টের মারপ্যাচে এবং সরকারি সিদ্ধান্তে মেয়র পদে শপথ নিতে না পেরে এখন ইশরাক ভাই কায়কোবাদ সাহেবের সাথে জোট বেঁধে তার দখলে থাকা একটি টিভি চ্যানেলের মাধ্যমে অপপ্রচার চালাচ্ছেন।”

তিনি আরও লেখেন, “মুরাদনগরে ট্রিপল মার্ডারের ঘটনায় প্রত্যক্ষভাবে জড়িত শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ সাহেবের ভাই শাহ জুন্নুন বুশরী। ঘটনার পরও তাকে উল্লাস প্রকাশ করতে দেখা যায়। অথচ আমি বা আমার পরিবারের কেউ গত তিন মাসে এলাকায় যাইনি। তারপরও আমার নাম এই ঘটনার সঙ্গে জড়ানো হচ্ছে।”


পোস্টে তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, “এই মাফিয়া, সন্ত্রাসী এস্টাবলিশমেন্টের কাছে আমরা অসহায়। মুরাদনগরে আমি যদি এমপি নির্বাচন করি সেই ভয়েই কায়কোবাদ পরিবার বেপরোয়া হয়ে উঠেছে।”

একই পোস্টে আসিফ মাহমুদ বলেন, “মিডিয়া দখলে থাকলে কি না করা যায়? থানা ভাঙচুরের মামলার আসামিদের ভিকটিম বানিয়ে প্রচার চালানো হচ্ছে, আর আমাকে বানানো হচ্ছে ভিলেন। একজন মধ্যবিত্ত পরিবারের সন্তান হিসেবে আমি কোনো এস্টাবলিশমেন্ট বা বড় অর্থনৈতিক সহায়তা ছাড়াই মানুষের জন্য কাজ করতে চেয়েছিলাম। এখন সেটাও অসম্ভব মনে হচ্ছে।”

তার ওই পোস্টের মন্তব্য ঘরে এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলমও সমর্থন দিয়ে বলেন, “বাংলাভিশন চালায় বিএনপির ইশরাক ভাই। এই চ্যানেল এখন দলীয় এজেন্ডা বাস্তবায়নে ব্যস্ত।” তিনি আরও হুঁশিয়ার করে বলেন, “২৪ সালের অভ্যুত্থানের আগে যেসব চ্যানেল যেমন ভূমিকা রেখেছিল, এখন যদি কেউ আবার সেই পথ বেছে নেয়, তাহলে জনগণ তাদের প্রতিহত করবে।”