সকল খবর ভূমি বিষয়ক খবর

দ্রুত নামজারি নিশ্চিতকরণে ভূমি মন্ত্রণালয়ের কঠোর নির্দেশনা

অনিন্দ্যবাংলা ডেস্ক:

প্রকাশ : ২১-৮-২০২৫ ইং | নিউজটি দেখেছেনঃ ৫০৭১

ভূমি সংক্রান্ত হয়রানি রোধ ও ভূমি উন্নয়ন কর আদায় প্রক্রিয়া গতিশীল করতে দেশের তিন ধরনের জমির নামজারি দ্রুত সম্পন্ন করার নির্দেশ দিয়েছে ভূমি মন্ত্রণালয়। এ সংক্রান্ত একটি পরিপত্র সম্প্রতি জেলা প্রশাসক, বিভাগীয় কমিশনার এবং উপজেলা পর্যায়ের সহকারী কমিশনার (ভূমি) দপ্তরে প্রেরণ করা হয়েছে।

পরিপত্রে বলা হয়েছে, নিচের তিন শ্রেণির জমির নামজারি কার্যক্রম অতিদ্রুত শেষ করতে হবে:

১. ট্রান্সফার দলিলভুক্ত জমি:
বিক্রি বা হস্তান্তরের ফলে মালিকানা পরিবর্তন হওয়া জমির নামজারি একদিনের মধ্যেই সম্পন্ন করার নির্দেশ দেওয়া হয়েছে, যদিও প্রচলিত নিয়মে এই প্রক্রিয়ার জন্য সর্বোচ্চ সময়সীমা আট দিন।

২. খতিয়ান থেকে বাদ পড়া জমি:
যেসব জমির মালিক সঠিক কাগজপত্র থাকা সত্ত্বেও খতিয়ানে তাদের নাম বাদ পড়েছে, তাদের ক্ষেত্রে রেকর্ড যাচাই করে দ্রুত নামজারি করতে হবে। প্রয়োজনে পুরনো রেকর্ডবুক ঘেঁটে মালিকানার তথ্য নিশ্চিত করার নির্দেশ দেওয়া হয়েছে।

৩. আংশিক অর্পিত সম্পত্তি:
যৌথ মালিকানার সম্পত্তির মধ্যে যেসব অংশ সরকারের অনুকূলে অর্পিত হয়েছে, তা নির্ধারণ করে নকশা ও মাপজোকের মাধ্যমে সরকারের নামে রেকর্ড করতে হবে। অপর অংশ সংশ্লিষ্ট ব্যক্তির নামে দ্রুত নামজারি করার নির্দেশনা দেওয়া হয়েছে।

ভূমি মন্ত্রণালয় জানিয়েছে, এই উদ্যোগের মূল লক্ষ্য হলো সাধারণ জনগণকে হয়রানি থেকে মুক্ত রাখা এবং নির্ধারিত সময়ে ভূমি উন্নয়ন কর আদায় নিশ্চিত করা।

পরিপত্রে আরও উল্লেখ করা হয়েছে, নির্দিষ্ট সময়সীমার মধ্যে নির্দেশনা বাস্তবায়নে কোনো ধরনের অবহেলা বরদাশত করা হবে না। এ বিষয়ে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের কঠোর নজরদারির আওতায় আনার নির্দেশনা দেওয়া হয়েছে। অবহেলা প্রমাণিত হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে প্রয়োজনীয় প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে।

সরকার আশা করছে, এই পদক্ষেপের ফলে ভূমি ব্যবস্থাপনার স্বচ্ছতা ও জবাবদিহিতা যেমন বাড়বে, তেমনি জনসাধারণের ভোগান্তিও অনেকাংশে কমবে।