সকল খবর সর্বশেষ খবর

দুই পর্বে জুবায়েরপন্থীদের ইজতেমা

নিজস্ব প্রতিবেদক, অনিন্দ্যবাংলা

প্রকাশ : ২৩-১-২০২৫ ইং | নিউজটি দেখেছেনঃ ৫১৯৮


দুই পর্বে বিশ্ব ইজতেমা করবে শুরায়ী নেজাম বা মাওলানা জুবায়েরপন্থীরা। প্রথম পর্ব ৩১ জানুয়ারি থেকে ২ ফেব্রুয়ারি এবং দ্বিতীয় পর্ব ৩ ফেব্রুয়ারি থেকে ৫ ফেব্রুয়ারি হবে। বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) এমনটি জানিয়েছেন জুবায়েরপন্থীদের মিডিয়া সমন্বয়ক হাবিবুল্লাহ রায়হান।হাবিবুল্লাহ রায়হান বলেন, ‘কয়েক দিনের মধ্যেই সরকার থেকে নতুন তারিখের প্রজ্ঞাপন জারি করা হবে।’


যদিও এর আগে, জুবায়েরপন্থীদের শুধুমাত্র এক পর্বের তারিখ নির্ধারণ করা হয়েছিল। অন্যদিকে, মাওলানা সাদপন্থীদের ইজতেমার তারিখ নির্ধারণ করা হয়েছিল ৭ থেকে ৯ ফেব্রুয়ারি। পূর্বঘোষিত তারিখে সাদপন্থীদের ইজতেমা হচ্ছে না। এখন পর্যন্ত নতুন তারিখ নির্ধারণ করা হয়নি।


এদিকে, শুরায়ী নেজাম বা মাওলানা জুবায়েরপন্থীদের ইজতেমার প্রস্তুতি শেষ পর্যায়ে। এরই মধ্যে আসতে শুরু করেছেন বিদেশি মেহমানেরা।