একাত্তরের অমীমাংসিত বিষয়গুলো নিয়ে আলোচনা অব্যাহত রাখতে বাংলাদেশ ও পাকিস্তান একমত হয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন।
রবিবার (২৪ আগস্ট) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দারের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক শেষে এক সংবাদ ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান।
সংবাদ ব্রিফিংয়ে তৌহিদ হোসেন বলেন, “১৯৭১ সালের অমীমাংসিত বিষয়গুলো আলোচনায় তোলা হয়েছে। এসব বিষয়ে আলোচনা চালিয়ে যেতে উভয় পক্ষ একমত হয়েছে।”
তিনি আরও বলেন, “আপনারা নিশ্চয়ই প্রত্যাশা করেন না যে ৫৪ বছরের সমস্যা একদিনের আলোচনায় মিটে যাবে। এটা ছিল দীর্ঘদিন পর একটি দ্বিপক্ষীয় বৈঠক, যেখানে আমরা উভয় দেশের অবস্থান স্পষ্ট করেছি।”
বৈঠকে তিনটি বিষয়ে আলোচনা হয়েছে জানিয়ে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, “এই আলোচনায় আমরা একটি বিষয়ে আংশিক অগ্রগতি অর্জন করেছি। সেটি হলো—দ্বিপক্ষীয় সম্পর্ককে আরও সাবলীল করতে হলে ইতিহাসের কিছু বিষয় পেছনে ফেলতে হবে। উভয় পক্ষ এতে একমত হয়েছে।”
এর আগে, বৈঠকে পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার দাবি করেন, ১৯৭৪ সালে একাত্তরের বিষয়গুলোর নিষ্পত্তি হয়েছে এবং সেটি ঐতিহাসিক দলিল হিসেবে বিবেচিত। তিনি বলেন, “পরবর্তীতে জেনারেল পারভেজ মোশাররফ বাংলাদেশ সফরে এসে বিষয়টির সমাধান পুনরায় নিশ্চিত করেছিলেন। ফলে একবার ১৯৭৪ সালে এবং আরেকবার ২০০০ সালের শুরুর দিকে এর নিষ্পত্তি হয়েছে।”
তবে এই দাবির সঙ্গে একমত নন বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা। সাংবাদিকদের প্রশ্নের জবাবে তৌহিদ হোসেন স্পষ্টভাবে বলেন, “অবশ্যই একমত না।”
তিনি আরও জানান, এটি একটি চলমান প্রক্রিয়া এবং ভবিষ্যতেও আলোচনা অব্যাহত থাকবে।