অন্যান্য খবর আইন-আদালত

একসঙ্গে বদলি করা হয়েছে ৪১ অতিরিক্ত কর কমিশনারকে

অনিন্দ্যবাংলা ডেস্ক:

প্রকাশ : ১৯-৮-২০২৫ ইং | নিউজটি দেখেছেনঃ ৫০২৯

জাতীয় রাজস্ব বোর্ডে (এনবিআর) অভ্যন্তরীণ অস্থিরতার প্রেক্ষাপটে বড় ধরনের প্রশাসনিক রদবদল ও শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। আজ মঙ্গলবার (১৯ আগস্ট) এনবিআরের কর প্রশাসন শাখা থেকে এক আদেশে একযোগে ৪১ জন অতিরিক্ত কর কমিশনারকে বদলি করা হয়। এর একদিন আগে, সোমবার আরও ৯ জন কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

বদলি হওয়া কর্মকর্তাদের অবিলম্বে নতুন কর্মস্থলে যোগদানের নির্দেশ দেওয়া হয়েছে। একসঙ্গে এতসংখ্যক কর কমিশনারের বদলির ঘটনা দেশের কর প্রশাসনের ইতিহাসে বিরল। এনবিআর সংশ্লিষ্ট কর্মকর্তাদের ভাষ্য, গত মে ও জুন মাসে পদায়ন, পদোন্নতি ও বদলি নিয়ে অসন্তোষ এবং পরবর্তীতে আন্দোলনের জেরে এসব বদলিকে ‘শাস্তিমূলক ব্যবস্থা’ হিসেবে দেখা হচ্ছে।

আজ যাঁদের বদলি করা হয়েছে, তাঁদের মধ্যে রয়েছেন বিসিএস (কর) একাডেমির পরিচালক হাফিজ আল আসাদ, যিনি এখন ঢাকার কর অঞ্চল–২০–এর পরিদর্শী রেঞ্জ–১–এ দায়িত্ব পালন করবেন। এ ছাড়া শেখ শামীম বুলবুল নরসিংদী কর অঞ্চলে, ছায়িদুজ্জামান ভুঞা নারায়ণগঞ্জ কর অঞ্চলে, হাসিনা আক্তার খান গাজীপুর কর অঞ্চলে এবং মর্তুজা শরিফুল ইসলাম ঢাকার কর অঞ্চল–৬–এ বদলি হয়েছেন। তালিকায় ঢাকার, চট্টগ্রামের, খুলনার, কুমিল্লার, রাজশাহীর ও দিনাজপুরের বিভিন্ন কর অঞ্চলসহ এনবিআরের বিভিন্ন শাখার গুরুত্বপূর্ণ কর্মকর্তারা রয়েছেন।

এর আগের দিন, সোমবার (১৮ আগস্ট) যাঁদের সাময়িক বরখাস্ত করা হয়েছে, তাঁদের মধ্যে রয়েছেন অতিরিক্ত কর কমিশনার সেহেলা সিদ্দিকা, সুলতানা হাবীব, যুগ্ম কর কমিশনার মেসবাহ উদ্দিন খান ও মামুন মিয়া, সিআইসির পরিচালক চাঁদ সুলতানা চৌধুরানী, অতিরিক্ত কমিশনার সাধন কুমার কুন্ডু, মোংলা কাস্টম হাউসের অতিরিক্ত কমিশনার আবুল আলা মোহাম্মদ আমীমুল ইহসান খান, চট্টগ্রাম কাস্টমসের ট্রেনিং একাডেমির যুগ্ম কমিশনার সানোয়ারুল কবির এবং খুলনার কাস্টমসের উপকমিশনার সাইদুল ইসলাম।

গত দেড় মাসে এনবিআরের সদস্য থেকে শুরু করে প্রহরী পর্যন্ত সব মিলিয়ে অন্তত ৩৬ জন কর্মকর্তা–কর্মচারীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে বলে নিশ্চিত করেছেন একটি অভ্যন্তরীণ সূত্র। এনবিআরের অভ্যন্তরীণ কর্মকর্তাদের দাবি, চলমান অস্থিরতা দমনে কেন্দ্রীয়ভাবে এসব সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে এনবিআরের পক্ষ থেকে এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য জানানো হয়নি।

প্রশাসনের একাধিক কর্মকর্তার মতে, এই বদলি ও বরখাস্তের সিদ্ধান্ত রাজস্ব প্রশাসনের মধ্যে বিরূপ প্রতিক্রিয়ার সৃষ্টি করতে পারে। তবে এনবিআর বলছে, প্রশাসনিক শৃঙ্খলা ফিরিয়ে আনতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে এবং তদন্ত সাপেক্ষে আরও ব্যবস্থা নেওয়া হতে পারে।