সকল খবর ময়মনসিংহের খবর

ইউপি চেয়ারম্যান ও যুবলীগ নেতা গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক, অনিন্দ্যবাংলা

প্রকাশ : ১৪-১-২০২৫ ইং | নিউজটি দেখেছেনঃ ৫২১০

পিয়াস আহমদ, নেত্রকোনা: নেত্রকোনা মডেল থানার পৃথক দুইটি মামলায় ইউপি চেয়ারম্যানসহ যুবলীগের এক নেতা গ্রেফতার হয়েছেন। পুলিশ সূত্রে জানা গেছে, সোমবার রাতে সিংহের বাংলা ইউনিয়নের চেয়ারম্যান মোফাক্কারুল হোসেন তালুকদার মিলন (৫২) এবং দক্ষিণ বিশিউড়া ইউনিয়নের যুবলীগ সভাপতি বজলুল কাদের নয়ন (৪৮)কে গ্রেফতার করা হয়।

মিলন, যিনি হবিবপুর গ্রামের মোশারফ তালুকদারের ছেলে, শ্বশুর বাড়ি মোহনগঞ্জ থানা এলাকায় অবস্থান করছিলেন। তাকে বিশেষ ক্ষমতা আইনের একটি মামলায় এজাহারভুক্ত আসামী হিসেবে গ্রেফতার করা হয়েছে। অপরদিকে, বজলুল কাদের নয়ন, যিনি শ্রীপুর বালি গ্রামের দেওয়ান আলীর ছেলে, দক্ষিণ বিশিউড়া বাজার থেকে গ্রেফতার হয়েছেন এবং তাকে সন্দিগ্ধ আসামী হিসেবে বিশেষ ক্ষমতা আইনের মামলায় আটক করা হয়।

নেত্রকোনা মডেল থানার অফিসার ইনচার্জ কাজী শাহ্ নেওয়াজ গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর তাদের রিমান্ডের আবেদনসহ বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

এ ঘটনায় স্থানীয় জনগণের মধ্যে উদ্বেগ প্রকাশ হলেও পুলিশ ঘটনাটি গুরুত্ব সহকারে তদন্ত করছে বলে জানিয়েছে।