অন্যান্য খবর রাজনীতি

জামায়াতের সঙ্গে জোট নয়, ইসলামি মূল্যবোধে বিশ্বাসী বিএনপি: সালাহউদ্দিন আহমদ

অনিন্দ্যবাংলা ডেস্ক:

প্রকাশ : ২৬-৮-২০২৫ ইং | নিউজটি দেখেছেনঃ ৫০১৫

জামায়াতে ইসলামীর সঙ্গে জোট গঠনের কোনো সম্ভাবনা নেই বলে সাফ জানিয়ে দিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ। মঙ্গলবার রাজধানীর গুলশানে নিজ বাসভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, "আমরা ইসলামি মূল্যবোধে বিশ্বাসী, তবে জামায়াতের সঙ্গে আমাদের জোট হচ্ছে না।"

তিনি জানান, আগামী জাতীয় সংসদ নির্বাচন ২০২৬ সালের ফেব্রুয়ারির শুরুতেই অনুষ্ঠিত হবে এবং এ বিষয়ে নির্বাচন কমিশন, সরকার কিংবা বিএনপির মধ্যে কোনো অনিশ্চয়তা নেই।

সালাহউদ্দিন আহমদ বলেন, “নির্বাচন ঘিরে আমরা এখনো বিভিন্ন ইসলামি দলের সঙ্গে সংলাপ চালিয়ে যাচ্ছি। তবে বিএনপি এমন কোনো জোটে যাবে না, যেটি বিতর্কিত হতে পারে বা ভবিষ্যতে আদালতের প্রশ্নের মুখে পড়বে।”

‘জুলাই সনদ’ প্রসঙ্গে তিনি বলেন, “এমন কোনো সমঝোতা বা প্রস্তাব গ্রহণযোগ্য নয়, যা আদালতে চ্যালেঞ্জ হতে পারে। দিনশেষে সংসদের মাধ্যমেই যে কোনো রাজনৈতিক সমাধান কার্যকর হতে হবে।”

আসন্ন নির্বাচনে অংশগ্রহণ নিয়ে প্রশ্নে বিএনপির এই নেতা বলেন, “যে দল বা জোট নির্বাচনে অংশ নেবে না, তারা নিজেরাই রাজনীতির ময়দান থেকে ছিটকে পড়বে। গণতন্ত্রে নির্বাচনের বিকল্প নেই। কেউ বর্জনের পথে গেলে তা তাদের রাজনৈতিক আত্মঘাতী সিদ্ধান্তই হবে।”

প্রার্থী মনোনয়ন প্রসঙ্গে সালাহউদ্দিন আহমদ আরও জানান, “যারা বিগত দিনে ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে অগ্রণী ভূমিকা রেখেছে, তারা প্রার্থী নির্বাচনে অগ্রাধিকার পাবে। দল পরিচালনায় মেধা, ত্যাগ ও আন্দোলনের ভিত্তিতেই প্রতিনিধি নির্বাচন হবে।”