সকল খবর দেশের খবর

ক্লাব ৮৭'র উদ্যোগে এবং নেত্রকোণা ৮৭ এর তত্ত্বাবধানে ঈদ উপহার বিতরণ !

অনিন্দ্যবাংলা:

প্রকাশ : ১-৪-২০২৫ ইং | নিউজটি দেখেছেনঃ ৫২৬৮

ক্লাব ৮৭র যাকাত ফান্ডের উদ্যোগে মোহনগঞ্জে ঈদ উপহার বিতরণ করা হয়েছে। সংগঠনের পক্ষ থেকে খান মামুন জানান, মোহনগঞ্জ গোলাম মোস্তফ স্যারের বাসায় ২৯ মার্চ ২০২৫ আনন্দময় পরিবেশে ২০০ সুবিধাবঞ্চিত লোকের মধ্য এই উপহার বিতরণ করা হয়।

উপহার হিসেবে ছিলো- পোলায়ের চাল ১কেজি, ভাতের চাল ৪ কেজি, মুশুর ডাল হাফ কেজি , সয়াবিন তেল, চিনি, গুড়াদুধ, সেমাই লাচ্চা, পিয়াজ ও আলু দেয়া হয়েছে।

নেত্রকোণা ৮৭র এডমিন, ও ক্লাব '৮৭ র মডারেটর খান মামুনের সার্বিক দিক নির্দেশনায় এই মহতী কাজটি সম্পন্ন হয়েছে গত ২৯ মার্চ ।
-প্রেস বিজ্ঞপ্তি