সকল খবর প্রবাসী খবর

মে মাসে দেশে রেমিট্যান্স এসেছে ২৯৭ কোটি ডলার!

অনিন্দ্যবাংলা ডেস্ক:

প্রকাশ : ১-৬-২০২৫ ইং | নিউজটি দেখেছেনঃ ৫২৮৬

চলতি অর্থবছরের মে মাসে প্রবাসীরা দেশে পাঠিয়েছেন ২৯৭ কোটি মার্কিন ডলার রেমিট্যান্স, যা আগের বছরের একই মাসের তুলনায় প্রায় ৩২ শতাংশ বেশি। এটি দেশের ইতিহাসে একক মাস হিসেবে দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স প্রবাহ। সর্বোচ্চ রেমিট্যান্স এসেছিল গত মার্চ মাসে, যা ছিল ৩৩০ কোটি ডলার।

বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদন অনুযায়ী, চলতি অর্থবছরের (২০২৩-২৪) জুলাই থেকে মে পর্যন্ত মোট ১১ মাসে বৈধ ব্যাংকিং চ্যানেলে দেশে এসেছে ২ হাজার ৭৫১ কোটি ডলার রেমিট্যান্স। গত অর্থবছরের একই সময়ে রেমিট্যান্স এসেছিল ২ হাজার ১৩৭ কোটি ডলার। অর্থাৎ, এবারের রেমিট্যান্স প্রবাহ বেড়েছে ৬১৩ কোটি ডলার বা প্রায় ২৮.৭ শতাংশ।

বিশ্লেষকদের মতে, এবারের ঈদুল ফিতরের আগের মাস হওয়ায় মে মাসে প্রবাসী আয়ে এই উল্লম্ফন দেখা গেছে। এছাড়া, হুন্ডির বিরুদ্ধে কঠোর পদক্ষেপ এবং অর্থপাচার রোধে বিভিন্ন উদ্যোগের কারণে প্রবাসীরা বৈধ পথে অর্থ পাঠাতে উৎসাহিত হচ্ছেন। ফলে রেমিট্যান্সের পরিমাণ ধারাবাহিকভাবে বাড়ছে।

বাংলাদেশ ব্যাংক ও অর্থনৈতিক বিশ্লেষকদের অভিমত, এই ধারা অব্যাহত থাকলে বৈদেশিক মুদ্রার রিজার্ভ স্থিতিশীল থাকবে এবং সামষ্টিক অর্থনীতিতে ইতিবাচক প্রভাব ফেলবে।