অন্যান্য খবর রাজনীতি

মহাসমাবেশে থেকে নতুন কর্মসূচি ঘোষণা হেফাজতের!

অনিন্দ্যবাংলা ডেস্ক:

প্রকাশ : ৩-৫-২০২৫ ইং | নিউজটি দেখেছেনঃ ৫০১৬

নারীদের অধিকার প্রতিষ্ঠা ও তা নিশ্চিত করার লক্ষ্যে নতুন কর্মসূচি ঘোষণা করেছে হেফাজতে ইসলাম বাংলাদেশ। শনিবার (৩ মে) ঢাকার ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিত এক মহাসমাবেশ থেকে সংগঠনটির শীর্ষ নেতারা এই কর্মসূচি প্রকাশ করেন।

হেফাজতের মহাসচিব মাওলানা সাজিদুর রহমান বলেন, "নারীর ইসলামী ও ন্যায্য অধিকার রক্ষার দাবিতে আগামী তিন মাসের মধ্যে দেশের প্রতিটি বিভাগে সম্মেলন আয়োজন করা হবে। সেই সঙ্গে আগামী ২৩ মে, শুক্রবার জুমার নামাজের পর দেশব্যাপী বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হবে।"

সকাল ৯টায় শুরু হওয়া এ মহাসমাবেশে সভাপতিত্ব করেন হেফাজতের আমির আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরী। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সংগঠনের কেন্দ্রীয় নেতা আজিজুল হক ইসলামাবাদী ও মুফতি কেফায়েত উল্লাহ আজহারী। দুপুর ১টা ১১ মিনিটে আমিরের বিশেষ মোনাজাতের মাধ্যমে সভার আনুষ্ঠানিক সমাপ্তি ঘোষণা করা হয়।

মহাসমাবেশে আরও বক্তব্য রাখেন হেফাজতের কেন্দ্রীয় নায়েবে আমির মাহমুদুর হাসান কাশেমী, নায়েবে আমির আহমেদ কাশেমী, যুগ্ম মহাসচিব মামুনুল হক এবং জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলীয় সমন্বয়ক হাসনাত আবদুল্লাহসহ অনেকে।

নেতারা বলেন, নারীর প্রকৃত মর্যাদা ও সম্মান কেবল ইসলামই দিতে পারে। তারা সরকারের প্রতি নারীর ইসলামসম্মত অধিকার বাস্তবায়নের আহ্বান জানান এবং এক্ষেত্রে ‘পশ্চিমা সংস্কৃতিনির্ভর’ নারী নীতিমালার সমালোচনা করেন।

সমাবেশে দেশজুড়ে থেকে আসা হাজারো কর্মী ও সমর্থকের উপস্থিতি লক্ষ্য করা যায়।