সকল খবর দেশের খবর

ময়মনসিংহ উন্নয়নের প্রতিশ্রুতিতে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করলেন নবাগত ডিসি-এসপি

স্টাফ রিপোর্টার; অনিন্দ্যবাংলা।।

প্রকাশ : ১-১২-২০২৫ ইং | নিউজটি দেখেছেনঃ ৫৩২১

ময়মনসিংহের সামগ্রিক উন্নয়ন ও আইন-শৃঙ্খলা পরিস্থিতিকে আরও সুসংহত করতে জনবান্ধব ও সাংবাদিকবান্ধব হয়ে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেছেন সদ্য যোগদান করা জেলা প্রশাসক (ডিসি) মো. সাইফুর রহমান এবং পুলিশ সুপার (এসপি) মো. মিজানুর রহমান। সোমবার (১ ডিসেম্বর) সকাল ১১টা থেকে দুপুর সোয়া ১টা পর্যন্ত জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সাংবাদিকদের সঙ্গে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। 

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রেজা মো. গোলাম মাসুদের সঞ্চালনায় অনুষ্ঠিত দুই ঘণ্টার এ সভায় জেলা ও নগরীর নানা সমস্যা, সম্ভাবনা এবং সংকট তুলে ধরেন উপস্থিত সংবাদকর্মীরা। নবাগত পুলিশ সুপার মিজানুর রহমান বলেন, “আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে আমাকে এই জেলায় দায়িত্ব দেওয়া হয়েছে। আমার সর্বোচ্চ চেষ্টা থাকবে নাগরিকদের নিরাপদ চলাচল ও স্বাভাবিক জীবনযাপন নিশ্চিত করা। আইন-শৃঙ্খলা পরিস্থিতি শতভাগ নিরাপদ রাখতে সাংবাদিকদের সহযোগিতা অপরিহার্য।” তিনি আরও জানান, পুলিশ প্রশাসন পেশাগত দায়িত্ব পালনে জনবান্ধব ও সাংবাদিকবান্ধব পরিবেশ বজায় রাখতে সর্বদা সচেষ্ট থাকবে। 

ডিসি মো. সাইফুর রহমান সাংবাদিকদের প্রশংসা করে বলেন, “ময়মনসিংহে নবীন-প্রবীণের সমন্বয়ে একটি চমৎকার সাংবাদিক টিম রয়েছে। পেশাদারিত্বে কোনো ছাড় দেওয়া যায় না। সততাকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে। গণতন্ত্রকে সুসংহত রাখতে মিডিয়ার ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।” তিনি আরও বলেন, “প্রশাসনের কাজে জবাবদিহিতা ও জনগণের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করতে আমরা সাংবাদিকদের ইতিবাচক দৃষ্টিভঙ্গি আশা করি। সবাই মিলে কাজ করলে ময়মনসিংহ জেলার ভাবমূর্তি সারাদেশে আরও উজ্জ্বল হবে।” 

অর্ধশতাধিক সাংবাদিকের অংশগ্রহণ সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. আব্দুল্লাহ আল মামুন, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) মো. আশরাফুল করিম, জেলার তথ্য পরিচালক মীর আকরাম উদ্দীন আহাম্মদসহ বিভিন্ন গণমাধ্যমের প্রায় অর্ধশতাধিক সংবাদকর্মী। সভায় অংশ নেওয়া সাংবাদিকরা প্রশাসনকে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন এবং জেলার উন্নয়ন-সংক্রান্ত বিভিন্ন প্রস্তাবনা তুলে ধরেন। 

সামগ্রিকভাবে মতবিনিময় সভাটি নতুন দায়িত্বপ্রাপ্ত দুই প্রশাসনিক প্রধান এবং সাংবাদিকদের মধ্যে পারস্পরিক আস্থা, সহযোগিতা ও উন্নয়নমুখী কর্মপরিকল্পনার নতুন দিগন্ত সৃষ্টি করেছে বলে অংশগ্রহণকারীরা মন্তব্য করেন।