সকল খবর ময়মনসিংহের খবর

নেত্রকোনায় প্রথমবারের মতো দুদকের গণশুনানি ৭ সেপ্টেম্বর

অনিন্দ্যবাংলা ডেস্ক:

প্রকাশ : ২০-৮-২০২৫ ইং | নিউজটি দেখেছেনঃ ৫১৭৪

প্রথমবারের মতো নেত্রকোনায় অনুষ্ঠিত হতে যাচ্ছে দুর্নীতি দমন কমিশনের (দুদক) সরাসরি গণশুনানি। আগামী ৭ সেপ্টেম্বর (শনিবার) সকাল ১০টায় জেলার মোক্তারপাড়া পাবলিক হল মিলনায়তনে এই গণশুনানি অনুষ্ঠিত হবে। এতে জেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ উপস্থাপন ও যাচাই-বাছাই করে ব্যবস্থা নেওয়া হবে।

গণশুনানিকে সামনে রেখে আগামী ২৪ আগস্ট থেকে অভিযোগ গ্রহণ শুরু হবে। এজন্য নেত্রকোনার পাঁচটি গুরুত্বপূর্ণ দপ্তরে স্থাপন করা হবে অভিযোগ গ্রহণ বুথ। বুথগুলো থাকবে জেলা প্রশাসকের কার্যালয়, পাসপোর্ট অফিস, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়, এসিল্যান্ড অফিস এবং সাব-রেজিস্ট্রার অফিসে। এসব বুথে ২৪ আগস্ট থেকে ৪ সেপ্টেম্বর পর্যন্ত প্রতিদিন অভিযোগ গ্রহণ করা হবে।

যেকোনো নাগরিক তথ্য-প্রমাণসহ নির্দ্বিধায় অভিযোগ জানাতে পারবেন। তবে দুদক স্পষ্টভাবে জানিয়েছে, অভিযোগ অবশ্যই সুনির্দিষ্ট ও তথ্যভিত্তিক হতে হবে। কারো প্রতি ব্যক্তিগত হিংসা বা বিদ্বেষ থেকে নয়, বরং প্রকৃত দুর্নীতির ঘটনা ও দায়ী ব্যক্তির বিরুদ্ধেই অভিযোগ জানাতে হবে।

দুদকের এই উদ্যোগের উদ্দেশ্য হলো, সমাজে জবাবদিহিতার সংস্কৃতি গড়ে তোলা এবং দুর্নীতিবিরোধী কার্যক্রমে জনসম্পৃক্ততা বাড়ানো। সাধারণ মানুষের অংশগ্রহণের মাধ্যমে সুশাসন প্রতিষ্ঠা ও প্রশাসনের স্বচ্ছতা নিশ্চিত করার লক্ষ্যেই এই গণশুনানির আয়োজন।

দুদকের পক্ষ থেকে সকল নাগরিককে ভয় না পেয়ে দুর্নীতির বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আহ্বান জানিয়ে বলা হয়েছে, “ভয় নয়, প্রতিবাদ করুন। সঠিক তথ্য দিন- দুর্নীতির বিরুদ্ধে আওয়াজ তুলুন।”