অন্যান্য খবর আইন-আদালত

নির্বাচন ঘিরে আইন-শৃঙ্খলায় ২৫ হাজারের বেশি নিয়োগ

অনিন্দ্যবাংলা ডেস্ক:

প্রকাশ : ১৮-৮-২০২৫ ইং | নিউজটি দেখেছেনঃ ৫০৩৭

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে সারাদেশে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীতে নতুন করে ২৫ হাজার ৮৭১ জন সদস্য নিয়োগ দিয়েছে সরকার। নির্বাচনকে কেন্দ্র করে যাতে কোনো ধরনের অস্থিরতা বা সহিংসতা সৃষ্টি না হয়, সেজন্যই এই বাড়তি জনবল নিয়োগ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।

সোমবার (১৮ আগস্ট) বিকেলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে অনুষ্ঠিত আইন-শৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির সভা শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে তিনি এই তথ্য জানান। তিনি বলেন, “নির্বাচন সামনে রেখে আমরা সব ধরনের নিরাপত্তা প্রস্তুতি নিচ্ছি। জনসাধারণ যেন নিশ্চিন্তে ভোটাধিকার প্রয়োগ করতে পারে, সে জন্য মাঠ পর্যায়ে নিরাপত্তা বাহিনীকে প্রস্তুত রাখা হচ্ছে।”

নতুন নিয়োগ পাওয়া সদস্যদের মধ্যে বাংলাদেশ পুলিশে ১৫ হাজার ৮৫১ জন, বর্ডার গার্ড বাংলাদেশে (বিজিবি) ৪ হাজার ৪৬৯ জন, বাংলাদেশ আনসারে ৫ হাজার ৫৫১ জন এবং ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সে ২০৪ জন যুক্ত হয়েছেন।

স্বরাষ্ট্র উপদেষ্টা আরও জানান, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীগুলোর সক্ষমতা বৃদ্ধি ও সমন্বিত কার্যক্রম নিশ্চিত করতে বিভিন্ন ধরনের প্রশিক্ষণ এবং প্রযুক্তিগত সহায়তা দেওয়া হচ্ছে। এ ছাড়া নির্বাচনকালীন নিরাপত্তা ব্যবস্থা শক্তিশালী করতে প্রয়োজন হলে আরও জনবল যুক্ত করা হতে পারে বলেও তিনি ইঙ্গিত দেন।

সভায় নির্বাচনকালীন সম্ভাব্য চ্যালেঞ্জ ও তা মোকাবিলার কৌশল, গুজব প্রতিরোধ এবং শান্তিপূর্ণ ভোটগ্রহণ নিশ্চিত করার জন্য বাহিনীগুলোর মধ্যে সমন্বয়ের ওপর গুরুত্বারোপ করা হয়।