জাতীয় নির্বাচনকে সামনে রেখে সেনাবাহিনী সম্পূর্ণ প্রস্তুত রয়েছে বলে জানিয়েছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। মঙ্গলবার (১৯ আগস্ট) সকালে ঢাকা সেনানিবাসে আয়োজিত ‘অফিসার্স অ্যাড্রেস’ অনুষ্ঠানে সেনা সদস্যদের উদ্দেশে দেওয়া বক্তব্যে তিনি এ কথা বলেন।
সেনাপ্রধান বলেন, "অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানে সরকারকে সহযোগিতা করতে সেনাবাহিনী সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে।" তিনি আরও বলেন, "সেনাবাহিনী একটি পেশাদার বাহিনী। মাঠে দায়িত্ব পালনের সময় সেই পেশাদারিত্ব বজায় রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রতিশোধমূলক কোনো কর্মকাণ্ডে জড়ানো যাবে না।"
তিনি জানান, সেনাবাহিনীর সদস্যরা বর্তমানে দীর্ঘ সময় ধরে মাঠে দায়িত্ব পালন করে যাচ্ছেন, যা অতীতে কম দেখা গেছে। এই দীর্ঘ সময় দায়িত্ব পালনের প্রেক্ষাপটে জনগণের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখার ওপর জোর দেন তিনি। বলেন, “সবার সঙ্গে ভালো সম্পর্ক বজায় রাখতে হবে, যদি কোথাও দূরত্ব তৈরি হয়, তা দূর করতে হবে।”
সামাজিক যোগাযোগমাধ্যমে সেনাবাহিনী সম্পর্কে মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য ছড়ানোর বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানিয়ে সেনাপ্রধান বলেন, "বিভ্রান্তিকর বার্তা দেখে বিভ্রান্ত হওয়া যাবে না। কেউ যেন ভুয়া তথ্য ছড়িয়ে সেনাবাহিনীর ভাবমূর্তি ক্ষুণ্ন করতে না পারে, সে বিষয়ে সজাগ থাকতে হবে।"
বক্তব্যের শেষাংশে সেনাপ্রধান সেনাসদস্যদের দেশপ্রেমে উদ্বুদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে বলেন, “দেশের মানুষ এখন সেনাবাহিনীর দিকে তাকিয়ে রয়েছে। তোমরাই দেশের ভবিষ্যৎ। তাই বাহিনীর চেইন অব কমান্ড অক্ষুণ্ন রাখতে হবে এবং দায়িত্ব পালনে সর্বোচ্চ নিষ্ঠা ও সততা দেখাতে হবে।”
অনুষ্ঠানে সেনাবাহিনীর পদস্থ কর্মকর্তারা সরাসরি উপস্থিত ছিলেন এবং দেশের অন্যান্য সেনানিবাসের কর্মকর্তারা ভার্চুয়ালি অংশ নেন।