জীবনযাত্রা খেলাধুলা

অনূর্ধ্ব-১৫ লিগে ৬৫টি দল

নিজস্ব প্রতিবেদক, অনিন্দ্যবাংলা

প্রকাশ : ১৮-১-২০২৫ ইং | নিউজটি দেখেছেনঃ ৫২৬৬

২৫ জানুয়ারি থেকে শুরু হচ্ছে তারুণ্যের উৎসব উপলক্ষ্যে ইউসিবি অনূর্ধ্ব-১৫ জাতীয় ফুটবল লিগ। এখানে প্রত্যেকটি দল গ্রুপ পর্বে ন্যূনতম তিনটি করে ম্যাচ খেলবে। আর এই আসরে ৬৪টি জেলার পাশাপাশি বিকেএসপিও অংশ নিচ্ছে।

আঞ্চলিক পর্বের খেলা হবে নরসিংদী, রাজবাড়ী, কুমিল্লা, কক্সবাজার, ঝিনাইদহ, খুলনা, রাজশাহী, বরগুনা, সিলেট, রংপুর ও ময়মনসিংহে। আর চূড়ান্ত পর্ব হবে নোয়াখালীতে। ফিফার নির্দেশনায় ৬ মাসব্যাপী হবে এই খেলা।

গতকাল সংবাদ সম্মেলনে এই তথ্য জানান, বাংলাদেশ ফুটবল ফেডারেশন বাফুফে সদস্য ও অনূর্ধ্ব-১৫ টুর্নামেন্টের চেয়ারম্যান মঞ্জুরুল করিম। এই টুর্নামেন্ট থেকে ৭০ থেকে ৮০ জন ফুটবলার বাছাই করা হবে। আর যারা বাদ পড়বেন তাদের কীভাবে ভবিষ্যতে কাজে লাগানো যায় তা নিয়েও পরিকল্পনা করছে বাফুফে।