সকল খবর দেশের খবর

পাঁচ জেলায় সন্ধ্যার মধ্যে ঝড়বৃষ্টি, নদীবন্দরে ১ নম্বর সতর্কতা

অনিন্দ্যবাংলা ডেস্ক:

প্রকাশ : ২৭-৭-২০২৫ ইং | নিউজটি দেখেছেনঃ ৫০১৮

দেশের পাঁচটি উপকূলীয় জেলায় আজ সন্ধ্যার মধ্যে ঝড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এ অবস্থায় সংশ্লিষ্ট নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে।

রবিবার সকাল ৯টা ৩০ মিনিট থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরের জন্য দেওয়া পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।

আবহাওয়া অফিস জানিয়েছে, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, চট্টগ্রাম ও কক্সবাজার অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা বা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে। এর ফলে এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে।

আবহাওয়া অধিদপ্তর আরও জানিয়েছে, বৈরি আবহাওয়ার কারণে নদীপথে চলাচলকারী নৌযান ও যাত্রীদের সতর্ক থাকতে বলা হয়েছে। এ সময় অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা এড়াতে স্থানীয় প্রশাসনকেও সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

উল্লেখ্য, বর্ষা মৌসুমে উপকূলীয় অঞ্চলগুলোতে ঘন ঘন এই ধরনের ঝড়বৃষ্টি দেখা দেয়, যা জনজীবনে প্রভাব ফেলতে পারে। তাই আবহাওয়ার সর্বশেষ পরিস্থিতি সম্পর্কে অবগত থাকার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও সাধারণ জনগণকে পরামর্শ দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।