সকল খবর দেশের খবর

পাথর কেলেঙ্কারিতে সিলেটের ডিসি ওএসডি

অনিন্দ্যবাংলা ডেস্ক:

প্রকাশ : ১৮-৮-২০২৫ ইং | নিউজটি দেখেছেনঃ ৫০৩৪

সিলেটের ভোলাগঞ্জে সাদা পাথর লুটের ঘটনার পর অবশেষে জেলা প্রশাসক মোহাম্মদ শের মাহবুব মুরাদকে ওএসডি (বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা) করা হয়েছে। তার স্থলাভিষিক্ত হয়েছেন আলোচিত প্রশাসনিক কর্মকর্তা মো. সারওয়ার আলম।

সোমবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের মাঠ প্রশাসন-২ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, বিসিএস প্রশাসন ক্যাডারের কর্মকর্তা মো. সারওয়ার আলমকে সিলেটের নতুন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে বদলি ও পদায়ন করা হয়েছে। আদেশটি জনস্বার্থে জারি করা হয়েছে এবং তা তাৎক্ষণিকভাবে কার্যকর হবে।

সাদা পাথর ও জাফলংয়ের পাথর লুটের ঘটনায় স্থানীয় প্রশাসনের ভূমিকা নিয়ে বিস্তর সমালোচনা তৈরি হয়। বিভিন্ন রাজনৈতিক দল ও পরিবেশবাদী সংগঠন বারবার জেলা প্রশাসক শের মাহবুব মুরাদকে অপসারণের দাবি জানিয়ে আসছিল। সম্প্রতি পরিবেশ উপদেষ্টা অ্যাডভোকেট রিজওয়ানা হাসানও সরাসরি প্রশাসনের যোগসাজশের অভিযোগ তোলেন এবং দায়ীদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়ার কথা বলেন।

পাথর লুটকাণ্ডের বিষয়ে জবাব দিতে গিয়ে ডিসি মাহবুব মুরাদ শুরুতে প্রশাসনের কোনো গাফিলতি ছিল না বলে দাবি করেন, যা জনমনে আরও ক্ষোভ তৈরি করে।

এদিকে, নতুন জেলা প্রশাসক মো. সারওয়ার আলম এক সময় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে দুর্নীতি ও ভেজালবিরোধী অভিযানের জন্য পরিচিত হয়ে উঠেছিলেন। বর্তমানে তিনি প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ে উপদেষ্টা অধ্যাপক ড. আসিফ নজরুলের একান্ত সচিব হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, সাদা পাথর লুটের ঘটনা নিয়ে সিলেটজুড়ে যে উত্তেজনা সৃষ্টি হয়েছিল, তাতে এই পরিবর্তন কিছুটা হলেও প্রশাসনিক আস্থার সংকট কাটাতে সহায়ক হবে বলে মনে করা হচ্ছে।