সকল খবর দেশের খবর

পুলিশের শীর্ষ রদবদল, অতিরিক্ত আইজিপি হলেন ১২ কর্মকর্তা!

অনিন্দ্যবাংলা ডেস্ক:

প্রকাশ : ১৯-৫-২০২৫ ইং | নিউজটি দেখেছেনঃ ৫৩৩৪

বিভিন্ন পর্যায়ে দায়িত্বে থাকা ১২ পুলিশ কর্মকর্তাকে অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক (অ্যাডিশনাল আইজিপি) পদে পদোন্নতি দিয়েছে অন্তর্বর্তী সরকার।

সোমবার (১৯ মে) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।

সুপিরিয়র সিলেকশন বোর্ডের সুপারিশে প্রধান উপদেষ্টা পদোন্নতির অনুমোদন দেন।

পদোন্নতি পাওয়া কর্মকর্তারা হলেন—মোহাম্মদ গোলাম রসুল, একেএম আওলাদ হোসেন, মো. আকরাম হোসেন, হাসিব আজিজ, গাজী জসিম উদ্দিন, আবু নাসের মো. খালেদ, মো. রেজাউল করিম, খন্দকার রফিকুল ইসলাম, মো. মোস্তফা কামাল, মোসলেহ উদ্দিন আহমদ, মো. ছিবগাত উল্লাহ ও সরদার নুরুল আমিন।

প্রজ্ঞাপনে বলা হয়, কর্মকর্তারা যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে সিনিয়র সচিব বরাবর যোগদানপত্র দাখিল করবেন।

পদোন্নতির এ আদেশ যোগদানের তারিখ থেকে কার্যকর হবে বলে জানানো হয়।

স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, জনস্বার্থে এ আদেশ জারি করা হয়েছে।