‘রাজস্ব নীতি ও রাজস্ব ব্যবস্থাপনা (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫’-এর খসড়ার নীতিগত ও চূড়ান্ত অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ। বৃহস্পতিবার রাজধানীর তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়।
প্রধান উপদেষ্টা জাস্টিস মো. হাবিবুর রহমান (অব.)-এর সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে সংশ্লিষ্ট উপদেষ্টারা উপস্থিত ছিলেন।
বৈঠক শেষে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের ভেটিং শেষে ‘রাজস্ব নীতি ও রাজস্ব ব্যবস্থাপনা (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫’ চূড়ান্তভাবে কার্যকর করা হবে।
অর্থনৈতিক কাঠামোকে আরও শক্তিশালী এবং স্বচ্ছ করার লক্ষ্যেই এই অধ্যাদেশ সংশোধন আনা হয়েছে বলে বৈঠকে জানানো হয়। সংশোধিত অধ্যাদেশের মাধ্যমে রাজস্ব আহরণ প্রক্রিয়া সহজ, প্রযুক্তিনির্ভর ও জবাবদিহিমূলক করা হবে বলে আশা করা হচ্ছে।
মন্ত্রিপরিষদ বিভাগের সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, সংশোধিত অধ্যাদেশে করনীতি ও রাজস্ব প্রশাসনের মধ্যে সমন্বয় বৃদ্ধি, কর ফাঁকি রোধ, এবং রাজস্ব আদায়ে ডিজিটাল পদ্ধতির প্রয়োগের ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।
এছাড়া, অর্থনৈতিক পরিকল্পনার ধারাবাহিকতা রক্ষায় রাজস্ব খাতকে আধুনিকীকরণ এবং বিভিন্ন কর সংস্থার মধ্যে তথ্য বিনিময়ের সুযোগ তৈরির দিকেও নজর দেওয়া হয়েছে।
এখন লেজিসলেটিভ বিভাগের ভেটিং শেষে অধ্যাদেশটি সরকারি গেজেটে প্রকাশের মাধ্যমে কার্যকর করা হবে।