সকল খবর দেশের খবর

রাষ্ট্রীয় ব্যবস্থায় দুর্নীতি ও দখলদারিত্ব ভয়াবহ আকার ধারণ করেছে: মির্জা ফখরুল

অনিন্দ্যবাংলা ডেস্ক:

প্রকাশ : ২৩-৮-২০২৫ ইং | নিউজটি দেখেছেনঃ ৫০৩২

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দেশের রাজনৈতিক সংকটের মূলে ভয়াবহ দুর্নীতি এবং ক্ষমতার অপব্যবহার গভীরভাবে জড়িয়ে আছে। তিনি অভিযোগ করে বলেন, রাষ্ট্রীয় কাঠামোকে রাজনৈতিকভাবে দখলে নিয়ে একচ্ছত্র ক্ষমতা প্রতিষ্ঠা করা হয়েছে।

শনিবার জাতীয় প্রেসক্লাবে 'অর্পণ আলোক সংঘ' আয়োজিত "সামাজিক সুরক্ষা কতটা সুরক্ষিত?" শীর্ষক এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সংগঠনটি বিএনপির ক্ষতিগ্রস্ত নেতা-কর্মীদের একটি সামাজিক প্ল্যাটফর্ম হিসেবে পরিচিত।

মির্জা ফখরুল বলেন, “আজকে সংসদ সদস্যরা আইন প্রণয়ন না করে উপজেলা চেয়ারম্যানদের কাজ করছেন—রাস্তাঘাট, ভবন নির্মাণ, এমনকি গাড়ি কেনা হবে কি না, তাও তারাই ঠিক করছেন। এটা সংসদ সদস্যদের দায়িত্ব নয়। রাষ্ট্রের সিস্টেমটাই এখন দখলের মাধ্যমে বিকৃত হয়ে গেছে।”

তিনি আরও বলেন, বিগত ১৫ বছরে ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকার দেশকে অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত করার পাশাপাশি রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করেছে। “এই ক্ষতি দেড় বছরে পূরণ হবে, তা আশা করা অবাস্তব,” মন্তব্য করেন বিএনপি মহাসচিব।

এ সময় তিনি হতাশা প্রকাশ করে বলেন, “আমি একটি প্রগতিশীল, বৈষম্যহীন সমাজ চাই। যেখানে মানুষের অধিকার রক্ষিত হবে, কিন্তু বর্তমানে সেসব বিষয়ে না ভেবে জনগণের মনোযোগ অন্যদিকে ঘুরিয়ে দেওয়া হচ্ছে। এক ধরনের উগ্রবাদ ছড়িয়ে দেওয়ার অপচেষ্টা চলছে, যা গভীরভাবে উদ্বেগজনক।”

আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন প্রথম আলোর যুগ্ম সম্পাদক সোহরাব হাসান, অর্থনীতিবিদ ড. এম মাসরুর রিয়াজ, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি, জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলনের চেয়ারম্যান ববি হাজ্জাজ, সাবেক সংসদ সদস্য রেহানা আক্তার রানুসহ বিভিন্ন পেশাজীবী ও রাজনীতিক ব্যক্তিবর্গ।

আলোচনায় অংশগ্রহণকারীরা দেশের সামাজিক সুরক্ষা, রাজনৈতিক অস্থিরতা এবং গণতন্ত্রের সংকট নিয়ে তাঁদের মতামত তুলে ধরেন।