জুলাই সনদের দাবিতে রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করেছেন ‘জুলাই যোদ্ধারা’। বৃহস্পতিবার (৩১ জুলাই) বেলা ১১টার দিকে তারা শাহবাগে জড়ো হলে ওই এলাকায় যান চলাচল সম্পূর্ণভাবে বন্ধ হয়ে পড়ে। এতে সৃষ্টি হয় তীব্র যানজট। আন্দোলনের প্রভাব পড়ে আশপাশের সড়কগুলোতেও।
সরেজমিনে দেখা গেছে, লাল-সবুজ পতাকা হাতে প্রায় শতাধিক আন্দোলনকারী শাহবাগ মোড়ে অবস্থান করছেন। তাদের সঙ্গে রয়েছে ‘জুলাই সনদ চাই’, ‘রক্তের বিনিময়ে অধিকার ফিরিয়ে দাও’—এমন নানা স্লোগান সম্বলিত ব্যানার ও প্ল্যাকার্ড। আন্দোলনকারীদের পাশেই রয়েছে পুলিশ ও অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। নিরাপত্তা নিশ্চিত করতে অতিরিক্ত পুলিশ এবং বিজিবি মোতায়েন করা হয়েছে।
আন্দোলনকারীরা জানান, দীর্ঘদিন ধরে আহত ও শহীদ পরিবারের সদস্যদের স্বীকৃতি এবং রাষ্ট্রীয় সুরক্ষার দাবিতে ‘জুলাই সনদ’ চাওয়া হলেও এখনো তা বাস্তবায়িত হয়নি। তারা বলছেন, “জুলাই সনদ আমাদের কোনো দয়া নয়, এটি আমাদের সাংবিধানিক অধিকার। আমরা এই অধিকার আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাব।”
আন্দোলনের মুখপাত্র জানান, জুলাই সনদ বিষয়ে সরকারের পক্ষ থেকে একাধিকবার আশ্বাস দেওয়া হলেও বাস্তবে কোনো অগ্রগতি হয়নি। তিনি আরও হুঁশিয়ারি দেন, দাবি পূরণ না হলে তারা শাহবাগেই অস্থায়ী মঞ্চ গড়ে অবস্থান কর্মসূচি চালিয়ে যাবেন।
এ বিষয়ে শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালিদ মনসুর বলেন, “আন্দোলনের কারণে শাহবাগ মোড় এবং আশপাশের এলাকায় যান চলাচল বন্ধ রয়েছে। বিকল্প সড়কে যান চলাচল স্বাভাবিক রাখতে পুলিশ কাজ করছে।”
এদিকে, চলমান আন্দোলনের কারণে ঢাকার গুরুত্বপূর্ণ এই এলাকায় জনদুর্ভোগ চরমে পৌঁছেছে। অনেকে হেঁটে গন্তব্যে পৌঁছাতে বাধ্য হচ্ছেন।
জুলাই যোদ্ধাদের এই দাবিকে ঘিরে এখন রাজনৈতিক অঙ্গনে আলোচনা শুরু হয়েছে। তবে সরকারের পক্ষ থেকে এ বিষয়ে এখনো আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।