সকল খবর দেশের খবর

সচিবালয়ে আগুনের তীব্রতা, নিয়ন্ত্রণে ১৮ ইউনিট

নিজস্ব প্রতিবেদক, অনিন্দ্যবাংলা

প্রকাশ : ২৫-১২-২০২৪ ইং | নিউজটি দেখেছেনঃ ৫২৭২

সচিবালয়ের ৭নং ভবনে মধ্যরাতে আগুন লেগেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ১৮ টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। ফায়ার সার্ভিস বলছে, আগুনের তীব্রতা বেড়ে যাওয়ায় পর্যায়ক্রমে ইউনিট বাড়ানো হচ্ছে। বুধবার মধ্যরাতে ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার এসব তথ্য জানান।

তিনি জানান, প্রথমে রাত ১টা ৫২ মিনিটে সচিবালয়ের ৭ নম্বর ভবনে আগুন লাগে। সচিবালয়ে অবস্থিত ফায়ার সার্ভিসের ইউনিটটি আগুন নিয়ন্ত্রণে চেষ্টা করে রাত ১টা ৫৪ মিনিট থেকে। এর কয়েক মিনিটের মাথায় আগুনের তীব্রতা বেড়ে যাওয়ায় পর্যায়ক্রমে ১৮ ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।

প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।