শীতার্ত মানুষের পাশে ময়মনসিংহ সিটি কর্পোরেশন, শুরু হলো শীতবস্ত্র বিতরণ
তীব্র শৈত্যপ্রবাহে বিপর্যস্ত জনজীবনে শীতার্ত ও অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে ময়মনসিংহ সিটি কর্পোরেশন (মসিক)। বৃহস্পতিবার সকালে নগরীর কাটাখালি এলাকায় দরিদ্র, অসহায় ও প্রতিবন্ধী ব্যক্তিদের মাঝে কম্বল বিতরণের মাধ্যমে শীতবস্ত্র বিতরণ কার্যক্রমের আনুষ্ঠানিক সূচনা করা হয়।এই কার্যক্রমের উদ্বোধন করেন ময়মনসিংহ সিটি কর্পোরেশনের প্রশাসক ও ময়মনসিংহ বিভাগীয় কমিশনার মিজ্ ফারাহ শাম্মী।
প্রথম পর্যায়ে নগরীর বিভিন্ন এলাকার ৬০০ জন দরিদ্র, অসহায় ও প্রতিবন্ধী মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ সিটি কর্পোরেশনের নির্বাহী কর্মকর্তা ও ভারপ্রাপ্ত সচিব সুমনা আল মজিদ।
কম্বল বিতরণকালে প্রশাসক মিজ্ ফারাহ শাম্মী বলেন,“উন্নয়ন কাজ ও পরিচ্ছন্নতা নিশ্চিত করার পাশাপাশি জনস্বাস্থ্যের সুরক্ষা এবং মানবিক সহায়তা প্রদানও আমাদের অন্যতম দায়িত্ব। সরকারি প্রক্রিয়া সম্পন্ন করতে কিছুটা সময় লাগলেও আজ আমরা আপনাদের পাশে এসে দাঁড়িয়েছি। অতীতেও ছিলাম, ভবিষ্যতেও আপনাদের পাশে থাকব।”
তিনি আরও জানান, নগরবাসীকে মশার উপদ্রব থেকে রক্ষা করতে এরই মধ্যে মশারি বিতরণ কার্যক্রমও পরিচালনা করা হয়েছে।অনুষ্ঠানে বিশেষ বক্তব্যে নির্বাহী কর্মকর্তা সুমনা আল মজিদ বলেন, আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী সামনে আরও শৈত্যপ্রবাহের আশঙ্কা রয়েছে। সেই বিষয়টি বিবেচনায় নিয়ে শীত মৌসুমজুড়ে নগরীর প্রতিটি ওয়ার্ডে পর্যায়ক্রমে শীতবস্ত্র বিতরণ কার্যক্রম অব্যাহত রাখা হবে।
এ সময় আরও উপস্থিত ছিলেন সিটি কর্পোরেশনের প্রধান রাজস্ব কর্মকর্তা নাসরিন বেগম সেতু, প্রধান সমাজকল্যাণ কর্মকর্তা, মসিকের বিভিন্ন বিভাগের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
শীতের এই দুর্বিষহ সময়ে কম্বল পেয়ে উপকারভোগীরা ময়মনসিংহ সিটি কর্পোরেশনের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন।