বাংলাদেশ পুলিশের ন্যাশনাল সেন্ট্রাল ব্যুরো (এনসিবি) ইন্টারপোলের কাছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার দল আওয়ামী লীগের শীর্ষস্থানীয় ১২ নেতার বিরুদ্ধে ‘রেড নোটিশ’ জারির জন্য আবেদন করেছে। এসব নেতাদের বিরুদ্ধে ২০২১ সালের জুলাই-আগস্ট মাসে সংঘটিত গণহত্যার অভিযোগ রয়েছে। পুলিশের পক্ষ থেকে তিনটি পৃথক ধাপে এই আবেদন পাঠানো হয়েছে। হাসিনা ছাড়া যাদের বিরুদ্ধে রেড নোটিশ জারির আবেদন করা হয়েছে তারা হলেন—
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সাবেক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান, সাবেক মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক, সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদ, সাবেক বস্ত্র ও পাটমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক, সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সাবেক মেয়র শেখ ফজলে নূর তাপস, সাবেক প্রধানমন্ত্রীর প্রতিরক্ষাবিষয়ক উপদেষ্টা মেজর জেনারেল (অব.) তারিক আহমেদ সিদ্দিক, সাবেক বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ, সাবেক তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত এবং সাবেক আইজিপি বেনজীর আহমেদ।
এসব নেতার বিরুদ্ধে গণহত্যা, মানবাধিকার লঙ্ঘন ও যুদ্ধাপরাধের অভিযোগ আনা হয়েছে। আবেদনপত্রে এসব ব্যক্তিদের বিরুদ্ধে আন্তর্জাতিক আইনি পদক্ষেপ গ্রহণের প্রমাণ হিসেবে সুনির্দিষ্ট তথ্য দেওয়া হয়েছে। রেড নোটিশ জারি হলে আসামিদের অবস্থান নিশ্চিত হয়ে তাদের গ্রেফতারে সহযোগিতা করবে ইন্টারপোল।