সমুদ্র উপকূল রক্ষা এবং মৎস্য সম্পদ টেকসই ব্যবস্থাপনায় প্রতিবেশী দেশগুলোর সঙ্গে যৌথ আলোচনা শুরু করেছে বাংলাদেশ সরকার। সোমবার দুপুরে বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৫ এর উদ্বোধনী অনুষ্ঠানে এ তথ্য জানান অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।
প্রধান উপদেষ্টা বলেন, “সমুদ্র ও উপকূলীয় অঞ্চলের মৎস্য সম্পদ শুধু আমাদের একার নয়, এটি আঞ্চলিকভাবে সংরক্ষণ ও সুষ্ঠু ব্যবহারের বিষয়। তাই বন্ধুপ্রতিম দেশগুলোর সঙ্গে আলোচনার মাধ্যমে যৌথ উদ্যোগে এগিয়ে যাওয়ার পরিকল্পনা নিয়েছে সরকার।”
তিনি আরও বলেন, “মৎস্যজীবীদের অধিকার নিশ্চিত করাও সরকারের অন্যতম অঙ্গীকার। জেলেরা যাতে বৈষম্যের শিকার না হন এবং নিরাপদে জীবিকা নির্বাহ করতে পারেন, সেজন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।”
অনুষ্ঠানে মৎস্য খাতে বিশেষ অবদান রাখার জন্য দেশের ১৬ জন ব্যক্তি ও প্রতিষ্ঠানকে জাতীয় মৎস্য পদক প্রদান করা হয়। পুরস্কারপ্রাপ্তদের মাঝে স্বর্ণ, রৌপ্য ও ব্রোঞ্জ পদক দেওয়া হয় প্রথম, দ্বিতীয় ও তৃতীয় শ্রেণিতে।
মৎস্য সপ্তাহ উপলক্ষে রাজধানী ঢাকাসহ সারা দেশে আলোচনা সভা, সচেতনতামূলক প্রচার, চিত্র প্রদর্শনী ও কর্মশালার আয়োজন করা হয়েছে। এ কর্মসূচির মাধ্যমে মৎস্য খাতের সম্ভাবনা, সমস্যা ও সমাধান বিষয়ে জনসচেতনতা বৃদ্ধি পাবে বলে আশা প্রকাশ করেন আয়োজকরা।