অন্যান্য খবর আইন-আদালত

সোমবার ৬৫৩১ শিক্ষক নিয়োগ বাতিলের বিরুদ্ধে আপিল শুনানি !

অনিন্দ্যবাংলা :

প্রকাশ : ২-৩-২০২৫ ইং | নিউজটি দেখেছেনঃ ৫২৭১

ঢাকা ও চট্টগ্রাম বিভাগের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে উত্তীর্ণ ৬,৫৩১ জন প্রার্থীকে নিয়োগপত্র দেওয়ার সরকারি সিদ্ধান্ত বাতিল করে হাইকোর্টের রায় স্থগিত চেয়ে করা আবেদন আগামীকাল, সোমবার শুনানির জন্য দিন ধার্য করেছে আপিল বিভাগ।

আজ রবিবার আপিল বিভাগের তিন সদস্যের বেঞ্চ, যার নেতৃত্বে ছিলেন জ্যেষ্ঠ বিচারপতি মো. আশফাকুল ইসলাম, এ আদেশ দেন। আদালতে রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান, আর রিট আবেদনকারীদের পক্ষে ছিলেন আইনজীবী রুহুল কুদ্দুস কাজল ও মুনতাসির আহমেদ।

গত ১৮ ফেব্রুয়ারি হাইকোর্ট ঢাকা ও চট্টগ্রাম বিভাগে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে নিয়োগপ্রাপ্ত ৬,৫৩১ জন প্রার্থীকে নিয়োগপত্র দেয়ার সরকারি সিদ্ধান্ত বাতিল করে রায় দেয়। এরপর, সরকারি সিদ্ধান্ত পুনরুদ্ধারের জন্য হাইকোর্টের রায় স্থগিত চেয়ে আবেদন করা হয়। আপিল বিভাগের বিচারপতি মো. রেজাউল হক চেম্বার জজ আদালত ২ মার্চ শুনানির জন্য দিন নির্ধারণ করেছিলেন।

এদিন আদালতে রাষ্ট্রপক্ষে অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান এবং প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের পক্ষে আইনজীবী জয়নুল আবেদীন উপস্থিত ছিলেন।

নতুন শুনানি এবং আপিল বিভাগের আদেশটি শিক্ষক নিয়োগ প্রক্রিয়া নিয়ে চলমান আইনি লড়াইয়ের জন্য গুরুত্বপূর্ণ হতে পারে।