সকল খবর দেশের খবর

সরকারের আশ্বাসে ৭২ ঘণ্টার পরিবহন ধর্মঘট প্রত্যাহার

অনিন্দ্যবাংলা ডেস্ক:

প্রকাশ : ১০-৮-২০২৫ ইং | নিউজটি দেখেছেনঃ ৫০২৭

সরকারের সঙ্গে বৈঠকের পর ৮ দফা দাবিতে ডাকা ৭২ ঘণ্টার পরিবহন ধর্মঘট প্রত্যাহার করেছে বাংলাদেশ পরিবহন মালিক-শ্রমিক সমন্বয় পরিষদ। আগামী ১২ আগস্ট (মঙ্গলবার) সকাল ৬টা থেকে শুরু হওয়ার কথা ছিল এই ধর্মঘট।

রবিবার (১০ আগস্ট) বিকেলে রাজধানীর বিদ্যুৎ ভবনের বিজয় হলে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের উদ্যোগে আয়োজিত এক বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান। বৈঠক শেষে জাতীয়তাবাদী শ্রমিক দলের সমন্বয়ক অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস সংবাদমাধ্যমকে ধর্মঘট প্রত্যাহারের বিষয়টি নিশ্চিত করেন।

শিমুল বিশ্বাস জানান, “সরকারের উচ্চপর্যায়ের প্রতিনিধি দলের সঙ্গে দীর্ঘ আলোচনা হয়েছে। আমাদের উত্থাপিত দাবিগুলোর যৌক্তিকতা সরকার স্বীকার করেছে এবং ধাপে ধাপে বাস্তবায়নের আশ্বাস দিয়েছে। তাই আমরা জনদুর্ভোগের কথা বিবেচনায় নিয়ে এই মুহূর্তে ধর্মঘট স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছি।”

উল্লেখ্য, গত ২৭ জুলাই রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের আবদুস সালাম হলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে পরিবহন মালিক-শ্রমিক সমন্বয় পরিষদ আট দফা দাবি উপস্থাপন করে। সেইসঙ্গে দাবি আদায় না হলে ১২ আগস্ট সকাল ৬টা থেকে ৭২ ঘণ্টার জন্য সারা দেশে সব ধরনের বাণিজ্যিক যানবাহন চলাচল বন্ধ রাখার ঘোষণা দেয় সংগঠনটি।

পরিবহন নেতাদের দাবি অনুযায়ী, আট দফার মধ্যে ছিল—জ্বালানির মূল্য পুনঃনির্ধারণ, সড়ক নিরাপত্তা নিশ্চিত করা, পরিবহন খাতে হয়রানি বন্ধ, ট্রাফিক পুলিশ ও বিআরটিএ’র অনিয়ম রোধ, রুট পারমিট ও ফিটনেস প্রদান প্রক্রিয়া সহজীকরণসহ অন্যান্য প্রশাসনিক জটিলতা নিরসনের আহ্বান।

সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, এসব দাবির বাস্তবায়নে দ্রুত সময়ের মধ্যে একটি যৌথ কমিটি গঠন করা হবে, যারা পর্যায়ক্রমে সিদ্ধান্ত বাস্তবায়নের তদারকি করবে।